আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের খান্না এলাকায় গুলি করে হত্যা করা হল আম আদমি পার্টি কিষাণ শাখার সভাপতি তারলোচন সিংকে। ৫৬ বছর বয়সী কৃষক নেতা ইকোলাহা গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, সোমবার রাতে তারলোচন তাঁর খামার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই অজ্ঞাত আততায়ীরা তাঁকে গুলি করে।
বেশ কিছুক্ষণ রাস্তার ধারে পড়েছিল তারলোচনের মৃতদেহ। নেতার দেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পিছনে কারা রয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ। কৃষক নেতার ছেলে হরপ্রীত সিংয়ের অভিযোগ, শত্রুতার জেরেই তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। পুলিশ সুপার সৌরভ জিন্দাল জানিয়েছেন, পুলিশ মামলাটির তদন্ত করছে।
