আজকাল ওয়েবডেস্ক: সিরিয়ার কাছে ০–৩ ব্যবধানে হেরে ইন্টার কন্টিনেন্টাল কাপ থেকে বিদায় নিল ভারত। ঘরের মাঠে লজ্জাজনক হার।
এদিন হায়দরাবাদে খেলতেই পারেনি ভারতীয় ফুটবল দল। নতুন কোচ মানোলো দল এখনও গুছিয়েই উঠতে পারেননি। খেলার সাত মিনিটেই দলকে এগিয়ে দেন সিরিয়ার মাহমুদ আল আসওয়াদ। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা চালিয়েছিল ভারত। কিন্তু সফল হয়নি। উল্টে ৭৭ মিনিটে ব্যবধান বাড়ায় সিরিয়া। গোল করেন ডালেহ ইরানডাস্ট। আর খেলার ইনজুরি অর্থাৎ ৯৬ মিনিটে শেষ গোল করেন পাবলো সাবাগ। টুর্নামেন্ট ভারত শেষ করল শেষ স্থানে। আর মরিশাসকে হারানোর পর ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল সিরিয়া।
এদিনের খেলায় ভারতীয় রক্ষণের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। গোটা ম্যাচে এদিন ভারতীয় আক্রমণভাগ ছিল অকেজো। স্পষ্ট হয় সুনীল ছেত্রীর অভাব। প্রায় পুরো খেলাই এদিন হয় ভারতের অর্ধে। ইনজুরি টাইমে লিস্টন কোলাসোর একটি শট ক্রসবারে লাগে। এর পরেই তৃতীয় গোল করেন সিরিয়া। পাবলোর গোলে নিশ্চিত হয় জয় এবং ট্রফি।
