আজকাল ওয়েবডেস্ক : টানা দশদিন অতিক্রান্ত। এখনও উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়ে রয়েছেন ৪১ জন শ্রমিক। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে। প্রতিটি শ্রমিককে সুরক্ষিতভাবে উদ্ধার করাই প্রধান টার্গেট। অন্য কাজের থেকে এই কাজকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত ১২ নভেম্বর থেকে সুড়ঙ্গে আটকে পড়ে রয়েছেন এই শ্রমিকরা। আটকে পড়া শ্রমিকদের কাছে ইতিমধ্যেই খাবার-জল পাঠানো হয়েছে এবং তারা সকলেই সুরক্ষিত রয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। শ্রমিকদের সঙ্গে কথাও হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানান তিনি। প্রসঙ্গত ,ইতিমধ্যেই শ্রমিকদের একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে তারা সুরক্ষিত রয়েছেন। এবার তাদেরকে দ্রুত সেখান থেকে বের করার কাজ করা হচ্ছে বলে এদিন ফের একবার জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। যদিও শ্রমিকদের পরিবার তাদের বেঁচে ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছে। কিন্তু তাদের সঙ্গে নিয়মিত কথা বলা হচ্ছে। তারা যাতে অহেতুক ভয় না পায় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানান ধামি।
