মিল্টন সেন, হুগলি,৭ ডিসেম্বর: মুর্শিদাবাদে সব আসনে তৃণমূল জিতবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। হুগলির ত্রিবেণীর সভায় দাবি জানালেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আজ হুগলির ত্রিবেণী কালিতলায় হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সমাবেশে যোগ দেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত। সেখানে তিনি বলেন, "মুর্শিদাবাদের সমস্ত আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। ভোটের আগে এসব ধর্মীয় কারবার হয়। নব্য ইতিহাসবিদ সজল ঘোষ, হুমায়ুন কবীরদের মত অনেককে দেখা যায়। এবারও হচ্ছে। এসআইআর করা হয়েছে ভোট চুরি করার লক্ষ্যে। নির্বাচন কমিশনের এজেন্সিকে দুর্ভাগ্যজনক ভাবে বিজেপি তার এজেন্ট হিসাবে ব্যবহার করছে। মানুষ এগুলো দেখছেন। ভোটের রেজাল্ট মানুষ ভোট দেওয়ার পর হয়। আর মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ায় তৃণমূল সরকার হওয়াটা সময়ের অপেক্ষা।"
এসআইআর এর প্রতিবাদে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় কালিতলায়। সেখানে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসীমা পাত্র, শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্ব।
