বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে স্পষ্ট ২০২৫-এ প্রেক্ষাগৃহে দর্শক ফেরানোর লড়াইয়ে কিছু ছবি কার্যত ইতিহাস গড়েছে, আবার কিছু বড় বাজেটের ছবি চুপচাপ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। দক্ষিণ থেকে বলিউড, সব ভাষার ছবিই এই বছরে দর্শকের মন জেতার চেষ্টা করেছে। সাফল্য-পতনের এই দোলাচলের ছবিটাই এখন সামনে।
2
12
কান্তারা চ্যাপ্টার ১ (কন্নড়): সম্পূর্ণ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ঋষভ শেট্টির ‘কান্তারা চ্যাপ্টার ১’। মাত্র ১৩০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি দেশজুড়ে ঝড় তুলেছে। ভারতের বক্স অফিসে ছবির আয় ৬২২.৫ কোটি টাকা, আর বিশ্বব্যাপী আয় ছুঁয়েছে ৮৫৩.৪ কোটি টাকা। বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার নিঃসন্দেহে এটাই।
3
12
ছাবা (হিন্দি): ভিকি কৌশল ও রশ্মিকা মন্দনা অভিনীত লক্ষ্মণ উটেকর পরিচালিত ‘ছাবা’ও পিছিয়ে নেই। ১৫০ কোটি টাকার বাজেটের এই ছবি ভারতে আয় করেছে ৬০৪.১ কোটি টাকা। বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮০৮.৭ কোটি টাকায়! বছরের অন্যতম বড় হিট।
4
12
সাইয়ারা (হিন্দি): মোহিত সুরি পরিচালিত এই ছবি দিয়ে অভিনয়ে পা রাখেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। নতুন মুখ হয়েও দর্শকের সমর্থন পেয়েছে ‘সাইয়ারা’। দেশে ছবির আয় ৩৩৪.২ কোটি টাকা, বিশ্বব্যাপী আয় ৫৭৫.৮ কোটি টাকা।
5
12
কুলি (তামিল): রজনীকান্ত অভিনীত ‘কুলী’ নিয়ে প্রত্যাশা ছিল পাহাড়প্রমাণ। ৩৫০ কোটি টাকার বাজেটে তৈরি ছবিটি বক্স অফিসে গড়পড়তা ফল করেছে। বিশ্বব্যাপী আয় ৫১৬.৭ কোটি টাকা হলেও প্রি-রিলিজ ব্যবসা থেকেই নির্মাতারা ৩০৫ কোটি টাকা তুলেছিলেন।
6
12
ওয়ার ২ (হিন্দি): হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর জুটির এই ছবি মুক্তির আগে যতটা হইচই, মুক্তির পর ততটাই হতাশা। ৪০০ কোটি টাকার বাজেটেও ছবিটির মুখে ভাল কথা ছড়ায়নি। ভারতের বক্স অফিসে আয় ২৪০.৫ কোটি টাকা হলেও বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে মাত্র ৩৬৭ কোটি টাকায়।
7
12
মহাবতার নরসিংহ (তেলুগু): মাত্ৰ ৪০ কোটি টাকার বাজেটে তৈরি এই অ্যানিমেশন ছবি ছিল বছরের বড় চমক। দেশে আয় ২৪৯.৭ কোটি টাকা, আর বিশ্বব্যাপী আয় ৩২৬.১ কোটি টাকা-একেবারে অপ্রত্যাশিত সাফল্য।
8
12
লোকাহ: চ্যাপ্টার ওয়ান – চন্দ্র (মালয়ালম): দুলকার সলমন প্রযোজিত এই সুপারন্যাচারাল ছবি ৪০ কোটি বাজেটে তৈরি হলেও দুর্দান্ত সাড়া ফেলেছে। ভারতে আয় ১৫৫.১ কোটি টাকা, বিশ্বব্যাপী আয় ৩০২.১ কোটি টাকা।
9
12
হাউসফুল ৫ (হিন্দি): মাল্টি-স্টারার এই কমেডি ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও ব্যবসায় পিছিয়ে থাকেনি। ২২৫ কোটি বাজেটে তৈরি ছবিটি ভারতে আয় করেছে ১৯০.৩ কোটি টাকা, বিশ্বব্যাপী আয় ২৯২.৫ কোটি টাকা।
10
12
এল২: এমপুরান (মালয়ালম): পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় মোহনলাল অভিনীত এই ছবি ছিল কেরালার বছরের অন্যতম প্রতীক্ষিত প্রোজেক্ট। ভারতে আয় ১০৫.৮ কোটি টাকা, আর বিশ্বব্যাপী আয় ২৬৮.১ কোটি টাকা।
11
12
সিতারে জমিন পর (হিন্দি): আমির খানের এই ছবি ৮০ কোটি টাকার বাজেটে তৈরি হয়ে দেশে আয় করেছে ১৬৬.৮ কোটি টাকা। বিশ্বব্যাপী ব্যবসাও থেমেছে ২৬৮.১ কোটি টাকায়।
12
12
শঙ্ক্রান্তিকি বস্তুনাম (তেলুগু): অনিল রবিপুডি পরিচালিত ভেঙ্কটেশ দাগ্গুবাটি অভিনীত এই ছবি ৫০ কোটি বাজেটে তৈরি হয়ে বিশ্বজুড়ে আয় করেছে ২৫৮.৪ কোটি টাকা।