৭ ডিসেম্বর তৈরি হল ষড়াষ্টক যোগ। ষড়াষ্টক কথাটির অর্থ হল, ষড় মানে ৬, এবং অষ্টক অর্থাৎ ৮। জ্যোতিষশাস্ত্রে এই যোগ তখনই তৈরি হয় যখন কোনও দুটো গ্রহ একে অন্যের ৬ এবং ৮ নম্বর ঘরে থাকে। এটি অত্যন্ত অশুভ একটা যোগ।
2
6
ষড়াষ্টক যোগ তৈরি হওয়া মানেই রোগ, বাধা, বিপত্তি নিশ্চিত। মানসিক চাপ বৃদ্ধি পাওয়া। ৭ ডিসেম্বর মঙ্গল এবং বৃহস্পতির কারণে এই ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে। এই সময় এই দুই গ্রহ একে অন্যের ১৫০ ডিগ্রি কোণাকুণি জায়গায় অবস্থান করবে। এর প্রভাব পড়বে ৪ রাশির উপর, যাঁদের ভীষণ রকম সতর্ক থাকা প্রয়োজন। তালিকায় আছেন কারা?
3
6
মেষ: কর্মক্ষেত্রে প্রবল চাপের মধ্যে পড়বেন এই রাশির জাতকেরা। সহকর্মীর কারণে বিপদে পড়তে পারেন, হতে পারে মতভেদ। স্বাস্থ্য নিয়েও বেজায় ভুগতে হবে। সবটা মিলিয়ে বাড়তে পারে মানসিক চাপ। তাড়াহুড়ো করে কোনও ভুল সিদ্ধান্ত নেবেন না। আর্থিক বিষয়েও সতর্ক থাকবেন।
4
6
কর্কট: পরিবারে অশান্তি হতে পারে। একাধিক চ্যালেঞ্জের মুখে পড়বেন এই সময়। ব্যবসায়ীদের ঝামেলায় পড়তে হতে পারে কোনও কাজের কারণে। ভাবনা নিয়ন্ত্রণ করুন, কোনও হঠকারিতা করবেন না। বুঝে কথা বলা শ্রেয়।
5
6
তুলা: বৈবাহিক জীবন উথাল পাতাল হবে এই রাশির জাতকদের। সঙ্গীর সঙ্গে মতভেদ অবশ্যম্ভাবী। কোনও আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কাজের জগতেও বাধাপ্রাপ্ত হবেন। জলের মতো বেরোতে পারে টাকা। স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
6
6
মকর: আর্থিক দিক দিয়ে অভাব, অনটনের মধ্যে পড়তে হতে পারে। হঠাৎ অকারণ খরচ বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে সব দিক বিবেচনা করে লেনদেন করবেন। চাকরিতে উচ্চপদস্থ কারও জন্য বিপদে পড়তে পারেন। কারও থেকে ধার নেবেন না, দেবেনও না এই সময়।