আজকাল ওয়েবডেস্ক: সতর্কতা বার্তা আগেই দিয়েছিল হাওয়া অফিস। জানিয়েছিল, আগস্টের ভ্যাপসা গরম কাটিয়ে সেপ্টেম্বরে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। দ্বিতীয় সপ্তাহ থেকে দুর্যোগ শুরু হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রবিবার হাওয়া অফিস জানাল, পশ্চিম বঙ্গোপসাগরের উপরের নিম্নচাপ ঘণ্টায় ছয় থেকে সাত কিলোমিটার বেগে ধীরে ধীরে সরে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে। নিম্নচাপটি গোপালপুর থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দক্ষিণ এবং দীঘা থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে। হাওয়া অফিস সতর্ক বার্তায় জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার সন্ধেয় এটি প্রবেশ করবে দীঘা ও পুরীর মাঝে। ফলস্বরূপ উত্তাল হবে সমুদ্র। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা। আগেই সতর্কবার্তায় রবিবারের মধ্যে বাংলা এবং ওড়িশার মৎসজীবীদের ফিরে আসত বলা হয়েছিল। মঙ্গলবার পর্যন্ত তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
একই সঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সোমবার থেকে। দুই পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি জারি থাকবে মঙ্গল এবং বুধবারেও। সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে।
