আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে নেকড়ের হানা। বাড়ির বাইরে আট বছরের এক শিশু খেলা করছিল। হঠাৎই নেকড়ে এসে হামলা করে তাঁর উপর। হামলার জেরে জখম হয়েছে শিশুটি। তাঁর মুখে গুরুতর আঘাত লেগেছে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটিকে। বিগত দুমাস ধরে উত্তরপ্রদেশের বাহারিচে নেকড়ের হামলায় আটজনের মৃত্যু ঘটেছে।

 

এই আটজনের মধ্যে সাতজনই শিশু বলেই খবর। পাশাপাশি আরও ৩৬ জন মানুষ নেকড়ের অতর্কিত হামলার শিকার হয়েছেন। কখনও দল বেঁধে, আবার কখনও বা একলাই শিকার করতে বেরিয়ে পড়ছে নেকড়ের দল। জানা গিয়েছে যে শিশুটি আহত হয়েছে সে নিজের বাড়ির সামনেই খেলা করছিল। এরপরই তাঁর উপর হামলা করে নেকড়েটি।

 

নেকড়ের হামলার জেরে চিৎকার করে ওঠে শিশুটি। আশেপাশের বাড়ির মানুষজন এসে পড়তেই সেখান থেকে পালিয়ে যায় নেকড়েটি। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটিকে পিছন দিক থেকে হামলা করে নেকড়েটি। শিশুটির ঘাড়ের বেশ কয়েকটি অংশে সেলাই হয়েছে। বর্তমানে সে কিছুটি স্থিতিশীল। নেকড়ের হামলায় জখমদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই চারটি নেকড়েকে ধরা হয়েছে। কিন্তু এরা কেউ নরখাদক তালিকায় নয়। এলাকার বেশ কয়েকটি অংশে নেকড়ে ধরতে সেন্সর ধরা হয়েছে।

 

পাশাপাশি ড্রোন উড়িয়েও নেকড়ে ধরার কাজ করছে প্রশাসন। গোটা এলাকায় প্রায় একশোর বেশি মানুষকে নেকড়ে মোকাবিলায় প্রচারে নামানো হয়েছে। বন দপ্তরের কর্মীরা তিনটি দলে ভাগ হয়ে অভিযানে নেমেছে। তাঁদের মধ্যে নজন শুটার এবং ১৬৫ জন অফিসার দিনরাত এক করে নেকড়ে ধরার কাজে নেমেছে। এমনকি দেরাদুন থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে নেকড়ে ধরার কাজ করা হচ্ছে।