আজকাল ওয়েবডেস্ক: ফের বাংলা-বিহার সীমান্তে দুষ্কৃতী দৌরাত্ম্য। হাট থেকে ফেরার পথে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। মোটরবাইকে করে ধাওয়া করে চলে গুলি।

 

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর কোমরের বা দিকে গুলি ভেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তাঁর সঙ্গে মোটরবাইকে তার ছেলেও ছিল। সে বাবাকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় ব্যাপক উত্তেজনায় এলাকায়। আইসির নেতৃত্বে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী।

 

ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের ওয়ারী গ্রামে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম শচীন পোদ্দার(৫৮)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানারই কুস্তুরিয়া এলাকায়। এই মুহূর্তে তিনি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

 

 এদিন ওয়ারি এলাকায় হাট বসেছিল। সেই হাটে গিয়ে ছিলেন শচীন, সঙ্গে ছিল ছেলে ভোলা পোদ্দার। হাট শেষে সন্ধে নাগাদ মোটরবাইকে করে ফেরার স্থানীয় ইটভাটা সংলগ্ন রাস্তায় চলে গুলি। 

 

এই হামলার কারণ কী? ব্যক্তিগত শত্রুতা, নাকি লক্ষ্য ছিনতাই, পুলিশ খতিয়ে দেখছে। বিভিন্ন রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান এতে বিহার যোগ থাকতে পারে।