বীরেন ভট্টাচার্য,‌ দিল্লি:‌ লোকসভায় বকেয়া পড়ে রয়েছে ৭০০ এর বেশি প্রাইভেট মেম্বার বিল অর্থাৎ সাংসদের ব্যক্তিগতভাবে পেশ করা বিল। তারমধ্যে অনেক বিল পেশ করা হয়েছে ২০১৯ সালে। অর্থাৎ চলতি লোকসভা গঠনের পরেই। যদিও সেগুলির এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। প্রতি শুক্রবার অর্থাৎ সপ্তাহের শেষ কর্মদিবসের দ্বিতীয়ার্ধে ব্যক্তিগতভাবে বিল পেশ করেন সাংসদরা।  ৪ ডিসেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এটাই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। এরপর ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেই ভোটে চলে যাবে কেন্দ্রীয় সরকার। এবারের শীতকালীন অধিবেশন মহুয়া মৈত্র, উত্তরাখণ্ড সুড়ঙ্গ থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় উত্তাল হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি লোকসভার তরফে জারি করা বুলেটিনে জানা গিয়েছে, ৭১৩টি প্রাইভেট মেম্বার বিল বকেয়া রয়েছে লোকসভায়। কোনও বিষয়ে আইন সংশোধন করার প্রয়োজন অথবা সরকারের দৃষ্টি আকর্ষণ করার দাবিতে এই প্রাইভেট মেম্বার বিল আনেন সাংসদরা। বকেয়া বিলগুলির মধ্যে রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি, লিঙ্গ সাম্যতা, জলবায়ু পরিবর্তন, কৃষি সম্পর্কিত, বর্তমান ফৌজদারী এবং নির্বাচন সংক্রান্ত আইন সংশোধন এবং অন্যান্য নানান বিষয়।  সংসদীয় নিয়ম অনুযায়ী, কোনও প্রাইভেট মেম্বার বিল পেশ হওয়ার সংশ্লিষ্ট মন্ত্রী সেই সাংসদকে বিলটি প্রত্যাহার করার অনুরোধ করতে পারেন, অথবা বিলের পেশের প্রেক্ষিতে জবাব দিতে পারেন। যদিও পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সংসদে পাস হয়েছে মাত্র ১৪টি প্রাইভেট মেম্বার বিল।