শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: ‌‌বন্যা পরিস্থিতি মোকাবিলায় নজির গড়েছে ত্রিপুরা, দাবি মুখ্যমন্ত্রী মানিক সাহার 

Rajat Bose | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৩৭Rajat Bose


নিতাই দে, আগরতলা:‌ রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় নজির গড়েছে ত্রিপুরা। যখনই কোনও সমস্যা আসে তখনই সবাই একসঙ্গে মিলে মোকাবিলা করার মতো উদাহরণ সারা দেশে তৈরি করেছে ত্রিপুরা। বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সকল অংশের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন। সোমবার আগরতলার একটি রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

 

 


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, গত ১৯ আগস্ট থেকে রাজ্যে ২৪ আগস্ট পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, এমন বৃষ্টিপাত আমরা আর কখনো দেখিনি। চারিদিকে শুধু বন্যা আর বন্যা। যে কারণে ভূমিধস, রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, কৃষি, উদ্যান ক্ষেত্র সবকিছু ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। এধরণের ভারী বৃষ্টিপাত ত্রিপুরার ইতিহাসে আর কখনো দেখা যায়নি। সাব্রুম সহ দক্ষিণ জেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। যেটা এর আগে প্রত্যক্ষ হয়নি। ৪৯৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আমাদের সরকার যথাসাধ্য চেষ্টা করেছে, যাতে এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ করা সম্ভব হয়। 

 


        মুখ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সর্বতোভাবে সহায়তা করেছেন। আমি নিজেও রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে মনিটরিং করেছি। প্রশাসনের সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করি। পরিস্থিতি মোকাবিলা নিয়ে রূপরেখা তৈরি করা হয়। পরে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয় সম্পর্কে অবহিত করি। পরিস্থিতি মোকাবিলায় চারটি হেলিকপ্টার, এনডিআরএফের অতিরিক্ত বাহিনী, রাবার বোট সহ আনুষাঙ্গিক যাবতীয় সাজসরঞ্জাম পাঠিয়েছেন তিনি। এসডিআরএফ থেকে শুরু করে ভলান্টিয়ার, আপদমিত্র সহ সংশ্লিষ্ট সকলে মিলে বন্যা পরিস্থিতি থেকে উত্তরণে কাজ হয়েছে। এর পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষও দুর্যোগ মোকাবিলায় এগিয়ে এসেছেন। যেটা আগে আমরা প্রত্যক্ষ করিনি। মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মানুষ সাধ্যমতো আর্থিক অনুদান প্রদান করছেন। এবং যখনই কোন সমস্যা আসে সবাই একসঙ্গে মিলে মোকাবিলা করার মতো উদাহরণ তৈরি করেছে ত্রিপুরা। 

 


                            মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্বেচ্ছা রক্তদানের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, সুস্থ ও সবল দেহের অধিকারী যারা এখনো রক্তদানে কুণ্ঠিত রয়েছেন তারা যাতে কোনও সংশয় ছাড়া রক্তদানে এগিয়ে আসেন। আমরা সবাই জানি রক্তদান মহৎ দান। এই দানের কোনও বিকল্প হয় না। ১৮ থেকে ৬০ বছর এবং যারা নিয়মিত রক্তদান করেন তারা ৬৫ বছর পর্যন্ত রক্তদান করতে পারেন। রক্তদান করলে নিজের স্বাস্থ্য সম্পর্কেও অবগত হতে পারেন মানুষ। কারণ রক্তদানের আগে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ওই ব্যক্তির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। তখনই নিজের ফিটনেস সম্পর্কে জানা যায়। একজন ব্যক্তির রক্তে চারজন মুমূর্ষু ব্যক্তির জীবন রক্ষা হয়। রাজ্যে এখন রক্তের শ্রেণি বিন্যাস করা সম্ভব।



##Aajkaalonline##Tripura##Floodsituation



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'কমোডে ফ্লাশ করোনি কেন?', তরুণকে পরপর ছুরির কোপ প্রতিবেশীর, মর্মান্তিক পরিণতি ...

সোশ্যাল মিডিয়ায় আলাপ, দুবাই থেকে বর এলেন বিয়ে করতে, ৫০ হাজার টাকা হাতিয়ে পালিয়ে গেলেন কনে!...

যাঁকে খুশি বিয়ে করুন, দল মাথা ঘামাবে না, বিতর্কের মুখে এক্স হ্যান্ডেলে পোস্ট বিএসপি নেত্রী মায়াবতীর...

গুগল ম্যাপে ভরসাই কাল, বিহার থেকে গোয়া যেতে গিয়ে গন্তব্য কর্নাটকের জঙ্গলে!...

স্বামীর স্কুলের সামনে গাছ থেকে উদ্ধার স্ত্রী-সন্তানের ঝুলন্ত দেহ, খুন না আত্মহত্যা? ধোঁয়াশায় পুলিশ ...

শিক্ষিকা বসে টেবিলে, পড়ানো শিকেয় তুলে ছাত্রদের দিয়ে এ কী করাচ্ছেন তিনি! নিন্দার ঝড় সর্বত্র ...

নতুন বছরে স্কুলের ছুটি ৬৫দিন, দেখুন তালিকা

ঘূর্ণিঝড় যেতেই ফের দুর্যোগ? বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে মারণ ঘূর্ণাবর্ত, কোথায় চলবে তাণ্ডব...

ইউনূসের শান্তি পুরস্কার কেড়ে নেওয়া হোক, নোবেল কমিটিকে চিঠি বাংলার বিজেপি সাংসদের...

২০২৫ সালে বাড়বে সাইবার হামলা, কারা পড়তে পারে এর খপ্পরে...

যখন ইচ্ছা শেষ করা যাবে গ্র্যাজুয়েশন, নির্দিষ্ট সময় রইল না আর, উচ্চশিক্ষায় একগুচ্ছ নয়া নির্দেশিকা আনল ইউজিসি...

বাজারের মধ্যে দিয়ে ছুটছে বাইক. পিছনে বসে ‘মরুভূমির জাহাজ’, ভাইরাল ভিডিওতে সোশ্যাল মিডিয়া তোলপাড়...

দিনে শিক্ষক-রাতে খাবার ডেলিভারি বয়, শিক্ষকের কঠিন জীবনসংগ্রাম চোখে জল আনবে...

মহারাষ্ট্রে হ্যাট্রিক মুখ্যমন্ত্রী ফড়নবিসের, সমঝোতায় রাজি হতে হল শিন্ডেকে...

দেশের প্রথম এআই-মা, রান্না করা থেকে সন্তানের খেয়াল রাখা, কেমন পারেন কাব্যা?...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24