আজকাল ওয়েবডেস্ক: জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানা এলাকার সাধারণ মানুষকে আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য জেলা গোয়েন্দা বিভাগের অধীনে ডিআইও অফিস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার উদ্বোধন হল সামশেরগঞ্জ জোনের ডিআইও অফিস। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘জঙ্গিপুর পুলিশ জেলায় সাতটি নতুন ডিআইও অফিস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সাগরদিঘিতে ডিআইও অফিস চালু হয়েছে। শুক্রবার সামশেরগঞ্জ জোনের ডিআইও অফিস উদ্বোধন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে বাকি পাঁচটি ডিআইও অফিস চালু হয়ে যাবে বলে আমরা আশাবাদী’।
পুলিশ সূত্রে খবর, গোয়েন্দা দপ্তরের অধীনে কর্মরত ডিআইও-রা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ রিপোর্ট তৈরি সহ বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহের মত একাধিক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। কিন্তু স্থায়ী কোনও অফিস না থাকার ফলে সরকারি বিভিন্ন কাজ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন তাঁরা। ডিআইও-দের স্থায়ী অফিস না থাকার ফলে বিভিন্ন প্রয়োজনে তাদের সঙ্গে কেউ দেখা করতে এলে তাঁরাও সমস্যার মধ্যে পড়তেন। স্থায়ী অফিস তৈরী হয়ে যাওয়ায় সেই সমস্যা মিটবে বলে আশাবাদী পুলিশ।
