আজকাল ওয়েবডেস্ক: আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আসনা। তার প্রভাবে গুজরাট সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এর প্রভাব বাংলায় পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি, বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের ওপর সতর্কবার্তা জারি করা হয়েছে।

 

 

তবে রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি ছাড়া আপাতত বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবারও আকাশ মূলত পরিষ্কার থাকবে শহর কলকাতায়। সর্বোপরি বাংলায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আগামী কয়েকদিনে।

 

 

শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও তাপমাত্রা বাড়বে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আংশিক বৃষ্টির সম্ভাবনা থাকলেও চড়া রোদ থাকবে শহরে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।