মহমেডান স্পোর্টিং - (বামিয়া, লালথানকিমা)

সুরুচি সংঘ - (সুফিয়ান, জে সিং)

আজকাল ওয়েবডেস্ক: এক বৃহস্পতিবার খেলা শুরু হয়েছিল, আরেক বৃহস্পতিবার শেষ হল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ শেষপর্যন্ত ড্র হল। সুরুচি সংঘের সঙ্গে ২-২ গোলে ড্র করল মহমেডান স্পোর্টিং। আগের বৃহস্পতিবার মহমেডান স্পোর্টিং‌-সুরুচি সংঘের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। মাঠের অবস্থার অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধ শুরু করাই যায়নি। ঠিক এক সপ্তাহ পরে বিরতির পরের ৪৫ মিনিট খেলা হল। পিছিয়ে থেকে শুরু করে সাদা কালো ব্রিগেড। মহমেডানের কাছে সুযোগ ছিল প্রত্যাবর্তন করে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখা। কিন্তু তাতে ব্যর্থ সাদা কালো বাহিনী। শেষপর্যন্ত সুরুচি সংঘের সঙ্গে ড্র করল। যার ফলে আরও কঠিন হয়ে গেল কলকাতায় প্রধানের সুপার সিক্সে যাওয়ার পথ। ১১ ম্যাচে মহমেডানের পয়েন্ট ১৯। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।

আগের দিন খেলা বন্ধ হওয়ার সময় ১-২ গোলে পিছিয়ে ছিল মহমেডান। ম্যাচের ১৯ মিনিটে সুফিয়ানের গোলে এগিয়ে যায় সুরুচি সংঘ। মহমেডান ম্যাচে ফেরার আগেই ব্যবধান বাড়ায় প্রতিপক্ষ। প্রথম গোলের পাঁচ মিনিটের মধ্যে ২-০। দ্বিতীয় গোলটি করেন জে সিং। তবে প্রথমার্ধেই ব্যবধান কমায় মহমেডান। গোল করেন বামিয়া সামাদ। বিরতিতে এক গোলে পিছিয়ে ছিল। বৃষ্টির জন্য দ্বিতীয়ার্ধে খেলা শুরুই করা যায়নি। ম্যাচ ভেস্তে যায়। এদিন নৌহাটি স্টেডিয়ামে ঠিক সেখান থেকেই খেলা শুরু হয়। ম্যাচের ৬৮ মিনিটে ২-২ করেন লালথানকিমা। কিন্তু জয়সূচক গোল আসেনি। যার ফলে আরও কঠিন হল সুপার সিক্সের পথ। একমাত্র ইস্টবেঙ্গল ছাড়া দুই প্রধানের সুপার সিক্স অনিশ্চিত।