আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের লালগোলা থানার শিতেশনগর গ্রামে এক তৃণমূল কর্মীর খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার লালবাগ আদালতে পেশ করা হয়। 

 

 


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম খয়ের শেখ, ইনজামামুল শেখ, জেনারুল শেখ ,মাহফুজা খাতুন এবং আনারুল শেখ। সূত্রের খবর, ধৃতরা গত কয়েকদিন ধরে সাগরদিঘি থানার একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল 

 


প্রসঙ্গত, গত ২৫ তারিখ কাজ সেরে বাড়ি ফেরার সময় শিতেশনগর ঘাটের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী হাজিকুল শেখকে। এই খুনের ঘটনায় নাম জড়িয়ে যায় তার নিজের ভাই খয়ের শেখ সহ পরিবারের আরও কয়েকজন সদস্যের। ধৃত ইনজামুল, জেনারুল এবং মাহফুজা সম্পর্কে খয়ের শেখের দুই ছেলে এবং এক মেয়ে। আনারুল সম্পর্কে খয়েরের জামাই। বুধবার এসডিপিও (ভগবানগোলা) উত্তম গড়াই বলেন, ‘‌খুনের ঘটনার পর অভিযুক্তদের খুঁজে বার করার জন্য লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছিল। তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।’‌ পুলিশ সূত্রে খবর, জমি বিবাদের জেরেই এই খুন। 

 

 

যদিও এই খুনের ঘটনাকে কেবল পারিবারিক বিবাদ বলে মানতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহম্মদ
 মোতাহার রিপন বলেন, ‘‌ওই পরিবারে একমাত্র হাজিকুল তৃণমূল কংগ্রেস করত। বাকি সকলে বাম এবং বিরোধী রাজনৈতিক দলের সমর্থক ছিল। গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করে হাজিকুল ওই গ্রামে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছেন। সেই কারণে বাম নেতৃত্বের তার উপর রাগ ছিল। এর আগেও তাঁর উপর দু’‌বার প্রাণঘাতী হামলা হয়েছিল।’‌