সম্পূর্ণা চক্রবর্তী: বিশ্বকাপ ফাইনালের আগের দিনই প্যাট কামিন্স জানান, মহম্মদ সামিকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া শিবির। সাংবাদিক সম্মেলনে এসে বাংলার পেসারের ভূয়সী প্রশংসা করেন রোহিত শর্মা। কিন্তু ঐতিহাসিক ফাইনালে নামার আগেই চিন্তায় মহম্মদ সামি। বাইশ গজে নামার আগেই পারিবারিক সমস্যার সম্মুখীন হলেন। রবিবার সকালেই অসুস্থ হয়ে পড়েন সামির মা অঞ্জুম আরা। উত্তরপ্রদেশের একটি হাসপাতালেই তাঁকে ভর্তি করা হয়। জানা গিয়েছে, আচমকাই এদিন সকালে অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই প্রাথমিক চিকিৎসা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তার আগে সকালে সামির সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর মায়ের। ছেলেকে শুভেচ্ছাও জানান। সামির সতীর্থদেরও শুভেচ্ছা জানান। তারপরই আচমকা অসুস্থ হয়ে পড়েন। বিশ্বকাপের মেগা ফাইনালের একটা চাপ অবশ্যই থাকে ক্রিকেটারদের ওপর। তারেওপর ম্যাচের মাত্র কয়েকঘন্টা আগের মাকে নিয়ে উৎকণ্ঠা কি প্রভাব ফেলবে সামির বোলিংয়ে?
