আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবারই জানিয়েছিলেন সব ঘরানার ক্রিকেট থেকে তিনি অবসর নিচ্ছেন। এবার তিনি জানালেন ফের তাঁকে ২২ গজে দেখা যাবে। ৪৮ ঘণ্টার মধ্যেই উলটপূরাণ।
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ধাওয়ান জানিয়ে দিয়েছেন, তিনি আইপিএল বা অন্য কোনও ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেবেন না। তবে লেজেন্ডস লিগ ক্রিকেট খেলবেন। ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় আগেও খেলতে দেখা গিয়েছে। শচীন, গম্ভীর, ইরফান পাঠান, রবিন উথাপ্পাদের এই টুর্নামেন্টে আগে খেলেছেন। এবার এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে ধাওয়ানকেও। 
প্রসঙ্গত, শনিবারই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। দেশের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি এক দিনের ম্যাচ এবং ৬৮টি টি২০ খেলেছেন তিনি। টেস্টে সাতটি শতরান সহ করেছেন ২৩১৫ রান। এক দিনের ক্রিকেটে ৬৭৯৩ রান করা ধাওয়ান করেছেন ১৭টি শতরান। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান। আইপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন। টিম ইন্ডিয়াক হয়ে শেষ খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে। তার পর থেকে আর সুযোগ পাননি।