আজকাল ওয়েবডেস্ক : উত্তরাখণ্ডে এখনও চলছে উদ্ধারকাজ। ৪০ জন শ্রমিক এখনও আটকে। ঠিক কোন অবস্থায় রয়েছে উদ্ধারকাজ তা সরেজমিনে খতিয়ে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ধামি জানান সকলে মিলে কাজ করছে। দ্রুত শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করা হবে বলেই জানা যাচ্ছে। প্রতিটি শ্রমিকের জীবন আমাদের কাছে দামি। তাই সব ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তাদেরকে সেখান থেকে বের করা হবে। এদিকে টানা সাতদিন অতিক্রান্ত। আতঙ্কে ভুগছেন শ্রমিকদের পরিবার। যেভাবে তারা ভিতরে আটকে রয়েছেন তাতে জীবিত তারা ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে আশঙ্কা। আটকে থাকা শ্রমিকদের কাছে দ্রুত পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে। এই কাজে নিয়ে আসা হয়েছে আধুনিক মেশিন। শ্রমিকদের কাছে খাবার-জল পৌঁছে দেওয়া হয়েছে। টানেলে উদ্ধারকাজের সময় একটি বিকট শব্দ শোনা গিয়েছিল। তাই একদিন উদ্ধারকাজ বন্ধ ছিল। তবে ফের নতুন করে শুরু হয়েছে উদ্ধারকাজ। দ্রুত সকলকে বের করা হবে বলে এদিন জানান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি।