আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বাইকে ধাক্কা মারে একটি বেপরোয়া গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
রবিবার রাত পৌনে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদায়। পুলিশ সূত্রে খবর, ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুত গতির একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে পরপর দুইটি বাইকে। গাড়িটি ওড়িশার দিকে যাচ্ছিল। কাটআউট দিয়ে টার্ন নেওয়ার সময় দুই বাইকে সজোরে ধাক্কা মারে।
পিছন থেকে গাড়ির ধাক্কার পরে বাইক থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যান আরোহীরা। ঘটনাস্থলে তিনজন বাইক আরোহী প্রাণ হারান। গুরুতর আহত হন আরও এক আরোহী। সকলকেই উদ্ধার করে মেদিনীপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় একজন ভর্তি সেখানে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়ির চালক এবং যাত্রীরা পালিয়ে যান। গতকাল রাতেই গাড়িটি আটক করা হয়েছে। চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত জারি রয়েছে।
