আজকাল ওয়েবডেস্ক : গৌতম আদানি নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বলেন, ভারত মাতা কি জয়ের বদলে মোদীজি বলুন আদানি জি কি জয়। রাজস্থানের একটি সভা থেকে এভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। গরিবদের পাশে প্রধানমন্ত্রী নেই। তিনি শুধু নিজের কাছের মানুষদের পাশেই রয়েছেন। রাহুল এদিন আরও বলেন, দুটি ভারতবর্ষ তৈরি করেছেন প্রধানমন্ত্রী। একটিতে তিনি শুধু আদানিকে রেখেছেন। অন্যটিতে তিনি দেশবাসীকে রেখেছেন। জাতিগণনার কথা এদিন ফের এক শোনা গেল রাহুল গান্ধীর গলায়। তিনি বলেন, দেশের স্বার্থে কংগ্রেস জাতিগণনার দিকে জোর দিয়েছে। কিন্তু বিজেপি থাকলে এটা কখনই করা যাবে না। আদানিদের সঙ্গে বিজেপির যে যোগ রয়েছে তা বারে বারে বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। এর ফল ভোগ করতে হবে লোকসভা নির্বাচনে। ইন্ডিয়া জোট তৈরি হয়ে গিয়েছে। তাই তাদের হাত ধরেই দেশে পরবর্তী নয়া সরকার আসবে। বিজেপি ভয় পেয়েছে ইন্ডিয়া জোটকে তাই তারা এই জোটকে ভাঙার কাজে ব্যস্ত। কিন্তু প্রধানমন্ত্রী এতকিছু করেও পার পেয়ে যাবেন না।
