আজকাল ওয়েবডেস্ক : প্রতারকদের নতুন জাল। ডেটিং অ্যাপের সহায়তায় নিজের একাকীত্ব কাটাবেন ভাবছেন। একেবারে সাবধান হয়ে যান। ডেটিং অ্যাপ থেকে প্রতারকদের নতুন জাল ছড়াচ্ছে। যার মাশুল গুনতে হচ্ছে বেশিরভাগ পুরুষকেই। তাহলে বিষয়টি স্পষ্ট করেই বলছি।

 

ধরুন আপনি একটি ডেটিং অ্যাপের সহায়তায় নিজের জীবনের একাকীত্ব কাটাবেন বলে ভাবছেন। সেখানে হয়তো মনের মত সঙ্গীও পেলেন। দ্রুত আপনারা ডেট করবেন বলে স্থির করলেন। তারপরই বিপত্তি। দেখা গিয়েছে আপনার মহিলা সঙ্গীটি যে দামী হোটেল বা অন্যত্র আপনাকে ডাকছে সেখানে এসেই সে দামী দামী খাবার নিমেষের মধ্যে অর্ডার করছে।

 

চক্ষুলজ্জার খাতিরে আপনি কিছু বলতেও পারছেন না। প্রথম আলাপ বলে কথা। তারপর কিছু সময় পর যখন খাবারগুলি টেলিলে চলে এল তখন দেখা গেল কোনও একটি বাহানা করে সেই মহিলা সেখান থেকে বেরিয়ে গেল। ব্যাস, সঙ্গে সঙ্গে ফেঁসে গেলেন আপনি। এতগুলি খাবার কীভাবে নিজে খাবেন ? অথচ সমস্ত খাবারের দাম না দিয়ে তো আপনাকে সেখান থেকে বের হতে দেবে না হোটেল কর্তৃপক্ষ। ব্যাস, হয়ে গেল আপনার পকেট ফাঁকা।

 

যে ডেটিং করতে আপনি এসেছিলেন তা একেবারে বুমেরাং হয়ে গেল আপনার কাছে। সম্প্রতি মুম্বইতে এমন বহু সমস্যায় ভুগেছেন বহু পুরুষ। তবে শুধু মুম্বই কেন, দিল্লি, গুরগাঁও, বেঙ্গালুরু, হায়দরাবাদেও এমন ঘটনা এখন আকছার ঘটছে। এমনকি দিল্লিতে এমন খবরও এসেছে যেখানে ডেটিং করতে গিয়ে পুরুষটির পকেট থেকে এক লক্ষ টাকার বেশি বিল খসেছে। অথচ অবাক করা বিষয় হল এর যাবতীয় দায় কিন্তু সেই ডেটিং অ্যাপ সংস্থা নেবে না। তাহলে ডেটে যাওয়ার আগে থেকেই সাবধান হোন। নাহলে প্রতারণার নতুন এই জালে আপনিও ধরা পড়ে যাবেন।