আজকাল ওয়েবডেস্ক: চলতি সপ্তাহে আবারও দুর্যোগের ঘনঘটা বাংলায়। বর্তমানে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। নিম্নচাপের কারণে টানা তিনদিন জেলায় জেলায় ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। 

 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে। আগামিকাল, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলাতে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরশু, শুক্রবার ভারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 

 

আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারি বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর দিনাজপুর জেলাতে।