আজকাল ওয়েবডেস্ক: চিনকে সামলাতে ফের আরও একটি পদক্ষেপ নিল ভারত। মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরাল হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বর্তমানে ভারত সফরে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।
দুই দেশের মধ্যে কর্মসংস্থানে জোর দেওয়ার পাশাপাসি ডিজিটাল ব্যবস্থার উন্নতি নিয়েও আলোচনা হয়েছে। তিনদিনের ভারত সফরে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ নিয়েও কথা হয়েছে। এরপর সাংবাদিকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ইন্দো-প্যাসিফিক দিকে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতিতে দুজনেই লাভবান হবে। মালয়েশিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সঙ্গী বলে উল্লেখ করে মোদি বলেন, যত সময় এগিয়েছে ভারতের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক উন্নত হয়েছে।
এমনকি পর্যটনের দিক থেকেও ভারত-মালয়েশিয়া এখন একত্র হয়ে কাজ করছে। এছাড়া আগামীদিনে ডিজিটাল ভারতের সঙ্গে তাল রেখে কাজ করবে মালয়েশিয়া। এখানেই শেষ নয়, সন্ত্রাসের বিরুদ্ধেও দুই দেশ একসঙ্গে লড়াই করবে বলেও এদিন জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চিন সাগরে যাতে চিন নিজের আধিপত্য বিস্তার না করতে পারে সেজন্য আগে থেকেই ভারত মালয়েশিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করছে। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহীম বলেন, সমস্ত বিষয়ে ভারত তাঁদেরা পাশে রয়েছে। তারাও দুই দেশের মধ্যে ভাল সম্পর্ক রাখতে আগ্রহী।
