আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে "ইন্ডিয়া" জোটের অন্যতম শরিক কংগ্রেসের সাথে বামেদের তীব্র কথার লড়াই শুরু হয়ে গেল রাজ্যে। শুক্রবার মুর্শিদাবাদের একটি জনসভা থেকে বামফ্রন্টের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, অভিষেক ব্যানার্জির সাথে রাহুল গান্ধীর "গোপন" সাক্ষাৎকে কটাক্ষ করার পর শনিবার সন্ধেবেলা বহরমপুরে একটি সাংবাদিক সম্মেলন করে কড়া ভাষায় সেলিমকে জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
আজ অধীরবাবু পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, বিমান বসু এবং সূর্যকান্ত মিশ্রের সাথে কথা বলে তিনি বামেদের সাথে জোট করেছিলেন। বাকি বাম নেতাদের তিনি খুব একটা চেনেন না। তিনি বলেন, "মহম্মদ সেলিমকে নেতা হিসেবে যতটা না চিনি তার থেকে বেশি তাঁকে একজন সংসদ সদস্য হিসেবে চিনি।"
অধীরবাবু আজ বলেন, "২০১৬ সালে বামেদের সাথে আমাদের প্রথম জোট হয়। সেই সময় আমার সাথে বিমান বসু এবং সূর্যকান্তে মিশ্রের কথা হয়েছিল। তবে গত লোকসভা নির্বাচনে এ রাজ্যে আমাদের (পড়ুন কংগ্রেস) সাথে বামেদের কোনও জোট ছিল না। তা সত্ত্বেও আমরা রাজ্যের দুটি আসনে জিতেছি।"
মহম্মদ সেলিমের নাম না করে অধীরবাবু হুঁশিয়ারি দেন, "আমাদের সমালোচনা করার আগে হিসাব করে করতে হবে। পশ্চিমবঙ্গে এর আগে কংগ্রেস একাই বাম এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের কোনও ভয় নেই, দ্বিধাও নেই। আমরা একা লড়তে ভয় পাই না।"
অধীর চৌধুরী বলেন, "আমরা আগেই বলে দিয়েছি এই রাজ্যে আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়ব। বাকি কেউ এলে তাদের বিরুদ্ধেও আমরা লড়তে রাজি। কোন ডাক্তার- হাকিম কী বলছেন তা শুনে লাভ নেই।"