বিদ্যুতের হাইটেনশন তারে ঝলসে মৃত্যু ২ শ্রমিকের || চোখের চিকিৎসার জন্য হায়দরাবাদ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় || মার্কশিটে ডিভিশন ও গড় নম্বরের উল্লেখ নয়, সিদ্ধান্ত সিবিএসই–র || ইজরায়েল–হামাস যুদ্ধের বলি ৬১ সাংবাদিক || তামিলনাড়ুতে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ইডি আধিকারিক || শীতকালীন অধিবেশনের আগে শনিবার হতে চলেছে সর্বদলীয় বৈঠক || আয়ুর্বেদিক কফ সিরাপ খেয়ে গুজরাটে মৃত ছয়, গ্রেপ্তার সাত || নরেন্দ্রপুরে কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ || মোহনবাগানে বসছে অমর একাদশের মূর্তি || রাস্তার পাশে বাইক-সহ যুবকের দেহ, চাঞ্চল্য বেহালায় || বাংলাদেশে ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গও ||
niharikaadesign

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩

বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি

সম্পূর্ণ খবর

খাটিয়ায় রোগিনী, ভিডিও ভাইরাল হতেই রাস্তা সারানোর প্রতিশ্রুতি, তুঙ্গে রাজনৈতিক তরজা

Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৩ ১৭ : ৩১


আজকাল ওয়েবডেস্ক: বামনগোলায় অ্যাম্বুল্যান্সের অভাবে খাটিয়ায় রোগিনীকে বহন ও পথেই মৃত্যুর পর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। রাস্তা খারাপ থাকার অভিযোগ ওঠায় জনতার সামনে লিখিত প্রতিশ্রুতি দিয়ে বিডিও জানালেন, তিন মাসের মধ্যেই সারাই হবে মালদার বামনগোলার ওই রাস্তা। এরপরেই অবরোধ তুলে নেন স্থানীয়রা।
শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় খাটিয়ায় শোওয়া এক রোগিনীকে বাঁশ ও দড়ির সাহায্যে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন তাঁর পরিজনরা। স্থানীয় সূত্রে জানা যায়, খারাপ রাস্তার জন্য বামনগোলার মালডাঙা এলাকায় অ্যাম্বুল্যান্স বা কোনও গাড়ি ঢুকতে পারে না। তাই এভাবেই রোগীকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার মামনি রায় (২৫) নামে ওই এলাকার এক বাসিন্দাকে এভাবেই প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে মোদিপুকুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর পরিজনরা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছবার পর রোগীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযোগ, সময়মতো চিকিৎসা না পেয়েই রোগী মারা গেছেন।
এই ভিডিও ভাইরাল হতেই একদিকে যেমন ওঠে নিন্দার ঝড় তেমনই ক্ষুব্ধ হন এলাকার বাসিন্দারা। স্থানীয় মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে আসেন বামনগোলার বিডিও রাজু কুন্ডু। তিনি রাস্তা সারানোর লিখিত প্রতিশ্রুতি দিলে তবে অবরোধ ওঠে।

বিষয়টি নিয়ে রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, "এই ধরনের অমানবিক ঘটনা পশ্চিমবঙ্গে প্রায়ই ঘটছে। এর আগে আমরা দেখেছি বাবাকে তাঁর শিশুসন্তানের মৃতদেহ ব্যাগে করে নিয়ে যেতে হচ্ছে লোকাল বাসে বা অ্যাম্বুল্যান্স না পেয়ে রোগীকে মৃতদেহ বহনকারী গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এটাই হল "এগিয়ে বাংলা" বা "বিশ্ব বাংলা"র ছবি।" মালদার বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল বলেন, "উন্নয়ন উন্নয়ন বলে শুধু প্রচারই হচ্ছে। কাজের কাজ যে কিছুই হচ্ছে না এই ঘটনাই সেটা প্রমাণ করছে। এক রাস্তা বারবার সারাই হচ্ছে অথচ গ্রামের দিকে যে রাস্তাগুলো মানুষের এত প্রয়োজনে লাগে সেই রাস্তাগুলো পুরোপুরি অবহেলিত অবস্থায় আছে।" যদিও বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মালদার তৃণমূল নেতা ও জেলা পরিষদের সহ সভাধিপতি এটিএম রফিকুল বলেন, "যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। কিন্তু বিষয়টি নিয়ে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন কোথাও কোনও রাস্তাই হয়নি। মালদাসহ গোটা রাজ্যেই রাজ্য সরকার রাস্তার যথেষ্ট উন্নতি করেছে। কোনও কারণে হয়ত এই রাস্তাটি নজর এড়িয়ে গেছে। ওই এলাকার সাংসদ ও বিধায়ক দু"জনেই বিজেপির। বিজেপি আমাদের ঘাড়ে দোষ দেওয়ার আগে যেন তাঁদেরও একবার জিজ্ঞেস করে নেয় তাঁরা কী করছিলেন। দায়িত্ব কিন্তু তাঁদেরও।"



বিশেষ খবর

নানান খবর

Merlin

নানান খবর

Dooars: চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের শাবকের মুণ্ডহীন দেহ

Suvendu Adhikari: "লোকসভার আগে সিপিএম নেতাদের মাঠে নামাব", খেজুরির সভা থেকে হুঙ্কার শুভেন্দুর

Hooghly: পূর্ব রেলের বোর্ড লাগানো গাড়ি নিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩

Nadia: বিজয়পুর গ্রামে উদ্ধার ২ কোটি ১৮ লক্ষ টাকার সোনার বিস্কুট, আটক ৮

HOOGHLY BODY : মায়ের দেহ আগলে ছেলে, অবিকল রবিনসন স্ট্রিট হিন্দমোটরে

Poush Mela: শান্তিনিকেতনে আবারও অনুষ্ঠিত হতে চলেছে পৌষ মেলা

মোবাইল ফোন উদ্ধারে চেন টেনে ট্রেন থামানো হল মেমারিতে

বুথ ফেরত সমীক্ষা নিয়ে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

শান্তিপুরের রাস উৎসবে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

CIVIL SERVICE : জেলায় জেলায় চালু হল সিভিল সার্ভিসেস পরীক্ষার স্টাডি সেন্টার

COAL RECOVER : সুতি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি কয়লা

CBI: তৃণমূল বিধায়কের বাড়িতে টাকা গোনার মেশিন নিয়ে এল সিবিআই

Death: ‌নৌকা থেকে নদীতে পড়ল গাড়ি!‌ মৃত দম্পতি, আহত চার

Accident: ‌‌সম্প্রীতি উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা, ট্যাঙ্কারের ধাক্কায় মৃত বাইক আরোহী

Arrest: মুর্শিদাবাদে জুয়া‌চক্রের পর্দাফাঁস, ধৃত ২৪