সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

করণের প্রথম পছন্দ শ্রীদেবী

মাধুরী দীক্ষিত নয়, বেঁচে থাকলে শ্রীদেবীকেই দেখা যেত 'কলঙ্ক' ছবিতে। একথা জানালেন খোদ 'কলঙ্ক' ছবির প্রযোজক করণ জোহর। প্রযোজকের কথা থেকেই জানা গেল, শ্রীদেবীর সঙ্গে 'বাহার বেগম' চরিত্রটি নিয়ে কথা পাকাও হয়ে গিয়েছিল। হয়েছিল একাধিক বৈঠক। ছবিতে যে তাঁর এক অবৈধ সন্তান থাকবে...এসব কিছু নিয়েই চলেছিল আলোচনা। 'বাহার বেগম'কে পর্দায় ফুটিয়ে তুলে আগ্রহী ছিলেন শ্রীদেবীও। কিন্তু এর পরপরই মৃত্যু হয় শ্রীদেবীর। করণ জানান, দুঃখ তো পেয়েইছিলেন পাশাপাশি 'কলঙ্ক'-এর ভবিষ্যৎ নিয়ে বিরাট দুশ্চিন্তা শুরু হয়েছিল তাঁদের। মাসখানেক বন্ধ ছিল ছবির কাজ। শেষমেশ মাধুরী দীক্ষিত এই চরিত্রে অভিনয় করতে রাজি হলে শুরু হয় 'কলঙ্ক'-এর শুটিং।

রাজপাল যাদবের বাড়ি 'সিল' করলেন কতৃপক্ষ

চরম আর্থিক সমস্যায় বলি-অভিনেতা রাজপাল যাদব। আক্ষরিক অর্থেই মাথার উপর থেকে ছাদ সরে গেল এই জনপ্রিয় কৌতুকাভিনেতার। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পাড়ার দরুণ অভিনেতার উত্তপ্রদেশের শাহজাহানপুরের বাড়ি সিল ' করে দেওয়া হল ব্যাঙ্ক কতৃপক্ষের তরফে।  অভিযোগ, ব্যাঙ্কের থেকে নাকি ঋণ নেওয়া টাকার অঙ্ক সুদসমেত গিয়ে দাঁড়িয়েছে ১১কোটি টাকায়। অধুনা প্রয়াত বলিউড অভিনেতা ওম পুরিকে নিয়ে একটি ছবি তৈরি করা শুরু করেছিলেন রাজপাল। ছবির নাম 'আতা পাতা লপতা'। প্রযোজনার দায়িত্বে ছিলেন তাঁর স্ত্রী। সেই ছবি তৈরির জন্যেই নাকি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন রাজপাল। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি ব্যাঙ্ক কতৃপক্ষ কিংবা রাজপালের তরফে।


নেটফ্লিক্সে রাহুল

এবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বাঙালি অভিনেতা রাহুল দেব বোস। সমাজমাধ্যমের পাতায় শুটিং সেট থেকে একটি ক্যামেরার ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে লিখেছেন 'নেটফ্লিক্স লোডিং...'- ইঙ্গিত পরিষ্কার। তবে নেটফ্লিক্সের ছবি না কি কোনও ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে, সেই নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। প্রসঙ্গত, দু'দিন আগেই কলকাতা ছাড়ার কথা জানিয়েছিলেন। সমাজমাধ্যমে বিমানবন্দরের ছবিও পোস্ট করেছিলেন। ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি।‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করলাম। ‘নষ্টনীড় ২’ সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। নায়িকা সন্দীপ্তা সেনের দেওরের চরিত্রে ছিলেন রাহুল। ‘পদাতিক’-এ একটা বিশেষ চরিত্রে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের একসময়ের এই সহকারীকে।