আজকাল ওয়েবডেস্ক: ভিনেশ ফোগাতের মামলার রায় এখনও আসেনি। শেষপর্যন্ত তাঁকে রুপো দেওয়া হবে কিনা জানা নেই। কিন্তু তার আগে এবার ভিনেশের পাশে দাঁড়ালেন শচীন তেন্ডুলকর। নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় কুস্তিগিরের হয়ে সওয়াল করেন তিনি। কুস্তির নিয়মে ফাঁকফোকরের কথা উল্লেখ করেন মাস্টার ব্লাস্টার। একই সঙ্গে নিয়ম পরিবর্তনের দাবিও জানান। শচীন লেখেন, 'আম্পায়ারের কলের সময় হয়ে গিয়েছে। প্রত্যেক খেলায় কিছু নিয়মকানন থাকে। তবে সেই নিয়ম কখনও বিবেচনা করতে হয়। ভিনেশ ফোগাত নিয়ম মেনে ন্যায্যভাবে ফাইনালের যোগ্যতাঅর্জন করেছে। ফাইনালের দিন সকালে ওর ওজন বেশি বেরোয়। তাই ওর প্রাপ্য রুপোর পদক চুরি করে নেওয়ার কোনও যুক্তি বা স্পোর্টিং কারণ নেই।' এর পাশাপাশি শচীন জানান, ন্যায্যভাবে নিজের বাউট লড়ে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠেন ভিনেশ। তাই প্রাপ্য কৃতিত্ব কোনওভাবে কেড়ে নেওয়া উচিত নয়। 

শচীন আরও লেখেন, 'যদি নিজের পারফরম্যান্স বৃদ্ধির জন্য কোনও ড্রাগের ব্যবহার করে‌‌ন কোনও অ্যাথলিট, সেক্ষেত্রে তাঁর থেকে পদক কেড়ে নেওয়া সঠিক পদক্ষেপ। কিন্তু ভিনেশ সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠে। তাই রুপো ওর প্রাপ্য। আমরা সবাই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের অপেক্ষা করছি। তারমধ্যেই আশা এবং প্রার্থনা করছি যাতে ভিনেশ ওর যোগ্য সম্মান পায়।' শুক্রবার রাতের মধ্যেই মামলার রায় ঘোষণা হওয়ার কথা।