মুম্বই সংবাদ সংস্থা: মাত্র ১৫ বছর বয়সে রাজেশ খান্নার সঙ্গে বিয়ে হয় ডিম্পল কপাডিয়ার। কনের থেকে বরের বয়স ছিল দ্বিগুণেরও বেশি। সেই সময়ে দেশের চলচ্চিত্র জগতের সবথেকে বড় তারকা ছিলেন রাজেশ। বিয়ের কয়েক বছরের মধ্যেই দুই সন্তান হয় ডিম্পল-রাজেশের। তবে তাঁদের একসঙ্গে ঘর করা বেশিদিন হয়নি। এরপর পরস্পরের থেকে আলাদা থাকা শুরু করলেও আইনত বিচ্ছেদের পথে কোনওদিন হাঁটেননি তাঁরা। 'আরাধনা' নায়কের সঙ্গে ঘর করার পর্বকে ব্যাখ্যা করার সময় এক সাক্ষাৎকারে ডিম্পল বলেছিলেন, "ওই পর্বটি আতঙ্কে ঠাসা ছিল"।

১৯৯৪ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ডিম্পল জানান ঠিক কোন কারণে রাজেশ খান্নার সঙ্গে ঘর করতে পারেননি তিনি। অভিনেত্রীর বলেছিলেন, "আমরা দু'জনেই বিপরীত মেরুর স্বভাবের মানুষ। আর বিয়ের সময় আমি এতটাই ছোট ছিলাম যে ঠিক করে বুঝে উঠতে পারিনি রাজেশ খান্না নামের অত বড় তারকাকে। তার মূল কারণ হতে পারে আমি নিজে যেহেতু তারকা নয় তাই তারকাদের চাল-চলন, মানসিকতা, হাবভাব বুঝতে পারি না। কোনওদিনই পারিনি সেসব বুঝতে। আজও পারি না। তাই আমার জন্য খুব কঠিন এই বিষয়টি। ডিম্পল আরও বলেন রাজেশের সঙ্গে সংসার করার পর্ব তাঁর স্মৃতিতে আজও 'ভীষণ পরিষ্কার'। তারপরেই জানান বলি-তারকার সঙ্গে ঘর করার সময়টুকু তাঁর জন্য 'আতঙ্কে ঠাসা'। তবে কেন 'বিভীষিকাময়' সেই নিয়ে বিশদে আর কিছু বলেননি 'ববি'র নায়িকা।


ডিম্পলের সঙ্গে বিয়ের বছর কয়েকের মধ্যেই বাজার পড়তে শুরু করে রাজেশ খান্নার। শোনা যায়, নিজের ব্যর্থতাকে ঠিক করে সামলে উঠতে পারেননি 'কটি পতঙ্গ'-এর নায়ক যার প্রভাব পড়েছিল তাঁর সংসারেও।