সম্পূর্ণা চক্রবর্তী, আহমেদাবাদ        

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষমুহূর্তে বাতিল করার জন্য সমালোচনার মুখে পড়তে হয় বিসিসিআইকে। অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আগে অরিজিৎ সিংকে নিয়ে এসে কিছুটা সামাল দেন জয় শাহরা।‌ তবে সেই অনুষ্ঠান টিভিতে সম্প্রচার হয়নি। দেখতে পায়নি কোটি কোটি ভারতবাসী। এবার সেটা পুশিয়ে দিতে চলেছে বিসিসিআই। জমকালো ক্লোজিং অনুষ্ঠানের আয়োজন করে যাবতীয় আক্ষেপ মিটিয়ে দিতে চায় তাঁরা। ফাইনালের পরও থাকছে মশলা। পারফর্ম করবেন অরিজিৎ সিং। একের পর এক হিট গানে মুগ্ধ করবেন দর্শকদের। ১ লক্ষ ৩০ হাজারের স্টেডিয়াম মাতাবেন রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও থাকছে লেজার শো। মোট ১৫-২০ মিনিটের সংক্ষিপ্ত জমকালো অনুষ্ঠান। 

বিশ্বকাপ ফাইনালে তারকার সমাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি থাকবেন। এছাড়াও থাকতে পারেন ক্লাইভ লয়েড সহ বিশ্বকাপ জয়ী বাকি অধিনায়করা।‌থাকবেন বহু চিত্রতারকা। ক্রিকেটারদের আত্মীয় পরিজনরা। রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদেব যেমন থাকবেন, তেমনই থাকবেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। অজয় জাদেজার স্ত্রীও থাকবেন স্টেডিয়ামে। থাকছেন শুভমন গিলের বাবা এবং যশপ্রীত বুমরার মা। মুম্বইয়ে সেমিফাইনালে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। আহমেদাবাদে ফাইনালেও থাকবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী সহ বেশিরভাগ ক্যাবিনেট মন্ত্রী। 

মেগা ফাইনালের এখনও দেড় দিন বাকি। কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। রবিবার ফাইনালের আগে বিশেষ এয়ার শো হবে। শুক্রবার দুপুরে মোতেরার আকাশে মহড়া সারল বায়ুসেনা। দু"দিন আগে থেকেই আহমেদাবাদে আসতে শুরু করেছে সমর্থকরা। বিমান অবতরণের সময় আকাশ থেকে স্টেডিয়াম দেখা যায়। যা দেখে উচ্ছ্বসিত এক বাবা এবং মেয়ে। ছবি তুলেই তৎক্ষণাৎ ওয়াটস্যাপ স্টেটাসে দিয়ে দেয়। তবে আহমেদাবাদের রাস্তাঘাটে এখনও সেরকম উন্মাদনা চোখে পড়ল না। স্টেডিয়াম এলাকা বাদ দিলে কোনও পোস্টার, প্ল্যাকার্ড এখনও পর্যন্ত নেই। তবে রোহিতদের জন্য মঞ্চ তৈরি। ভারতীয় ক্রিকেটারদের ১২ বছরের স্বপ্নের উড়ান আকাশে ওড়ে কিনা সেটাই দেখার।