আজকাল ওয়েবডেস্ক : ফিলিপিন্সের মিন্দানাও অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিটে কম্পন অনুভূত হয়। তবে হতাহতের খবর নেই। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। উৎপত্তিস্থল ছিল মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে। ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
