আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে সেনা শাসনেও দুষ্কৃতীদের তাণ্ডব। গতকাল বীভৎস হত্যালীলার সাক্ষী থাকল বাংলাদেশ। রাজধানীর উত্তরা পূর্ব থানায় হামলা, অগ্নিসংযোগের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। গতকাল দশজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আজ, মঙ্গলবার আরও ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত শতাধিক।
বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচির জন্য উত্তরার হাউস বিল্ডিং থেকে জসীমউদ্দীন পর্যন্ত হাজার হাজার বিক্ষোভকারীরা জড়ো হন। আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার সামনে ছিলেন বহু পুলিশ। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তেই ওই এলাকায় বিক্ষোভকারীদের একাংশ তাণ্ডব শুরু করে। থানায় ব্যাপক ভাঙচুর করে। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। পরে সন্ধেয় একদল দুষ্কৃতী এসে থানায় আগুন জ্বালিয়ে দেয়।
থানার সামনে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই থানার সামনে থেকে প্রথমে ছ'জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত আরও ২৯ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মঙ্গলবার বাড়ে হতাহতের সংখ্যা। থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মৃত বেড়ে ২৩। মৃতদের মধ্যে সকলেই পুলিশ কি না, তা এখনও জানা যায়নি।
বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচির জন্য উত্তরার হাউস বিল্ডিং থেকে জসীমউদ্দীন পর্যন্ত হাজার হাজার বিক্ষোভকারীরা জড়ো হন। আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার সামনে ছিলেন বহু পুলিশ। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তেই ওই এলাকায় বিক্ষোভকারীদের একাংশ তাণ্ডব শুরু করে। থানায় ব্যাপক ভাঙচুর করে। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। পরে সন্ধেয় একদল দুষ্কৃতী এসে থানায় আগুন জ্বালিয়ে দেয়।
থানার সামনে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই থানার সামনে থেকে প্রথমে ছ'জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত আরও ২৯ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মঙ্গলবার বাড়ে হতাহতের সংখ্যা। থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মৃত বেড়ে ২৩। মৃতদের মধ্যে সকলেই পুলিশ কি না, তা এখনও জানা যায়নি।
