আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস সৃষ্টি করলেন ভিনেশ ফোগাত। মঙ্গলবার ৫০ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে চলে গেলেন ভারতীয় কুস্তিগির। সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজম্যানকে ৫-০ তে হারালেন ভিনেশ। এক প্যাচেই কিস্তিমাত। প্যারিস অলিম্পিকে সোনা বা রুপোর পদক নিশ্চিত করলেন তিনি। অবশেষে তিনের গেরো কাটিয়ে চতুর্থ পদক নিশ্চিত হল ভারতের। এবার শুটিং থেকেই প্রথম তিনটে পদক এসেছে। তিনটেই ব্রোঞ্জ। কিন্তু প্যারিস অলিম্পিকে এই প্রথম সোনা বা রুপো জয়ের হাতছানি ভারতের সামনে। এর আগে অলিম্পিকে কোনও ভারতীয় মহিলা কুস্তিগির ব্রোঞ্জের গণ্ডি পেরোতে পারেনি। এবার সেই অসাধ্য সাধন করে দেখালেন ভিনেশ। তাও আবার একাধিক প্রতিকূলতা কাটিয়ে। কয়েক মাস আগেও দিল্লির জন্তরমন্তরে নিজেদের অধিকারের জন্য লড়ছিলেন। প্রতিবাদ মঞ্চ থেকে সরাসরি অলিম্পিকের মঞ্চে নেমেই বাজিমাত। তারমধ্যে চোটের কবলেও পড়েন ভিনেশ। গত আগস্টে তাঁর এসিএলে অস্ত্রোপচার হয়। ম্যাটে প্রত্যাবর্তন করে তার একবছরের মধ্যে অলিম্পিকে পদক। নীরজ চোপড়ার সোনার পদকের অপেক্ষায় ভারতবাসী। তারমধ্যে আরও একটি সোনার স্বপ্ন দেখাতে শুরু করলেন ভারতের মহিলা কুস্তিগির।
গতবারের সোনাজয়ী এবং বিশ্বের একনম্বর ইউ সুকাকিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ভিনেশ। শেষ আটে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র সংগ্রহ করেন। তবে মঙ্গলবার নিজের প্রথম বাউটে টোকিও অলিম্পিকের সোনাজয়ী সুকাকিকে হারিয়ে অঘটন ঘটান। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জাপানের কুস্তিগির। দু'বারের এশিয়া চ্যাম্পিয়ন। তাঁকে হারানোর পরই একটা আশার আলো দেখা গিয়েছিল। শেষপর্যন্ত করে দেখালেন ভিনেশ। মঙ্গলবার বাউট জয়ের হ্যাটট্রিকে পদক নিশ্চিত করলেন। তাও আবার হয় সোনা, নয় রুপো।
গতবারের সোনাজয়ী এবং বিশ্বের একনম্বর ইউ সুকাকিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ভিনেশ। শেষ আটে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র সংগ্রহ করেন। তবে মঙ্গলবার নিজের প্রথম বাউটে টোকিও অলিম্পিকের সোনাজয়ী সুকাকিকে হারিয়ে অঘটন ঘটান। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জাপানের কুস্তিগির। দু'বারের এশিয়া চ্যাম্পিয়ন। তাঁকে হারানোর পরই একটা আশার আলো দেখা গিয়েছিল। শেষপর্যন্ত করে দেখালেন ভিনেশ। মঙ্গলবার বাউট জয়ের হ্যাটট্রিকে পদক নিশ্চিত করলেন। তাও আবার হয় সোনা, নয় রুপো।
