আজকাল ওয়েবডেস্ক: ভারতের পদক সংখ্যা থেমে তিনেই। তিনটেই এসেছে শুটিং থেকে। তারমধ্যে বড় অবদান রয়েছে মানু ভাকেরের। জোড়া পদক ২২ বছরের শুটারের। কিন্তু ২৫ মিটার পিস্তলে পদক হাতছাড়া করেন মানু। লক্ষ্য সিং, লভলিনা বরগোঁহাই, দীপিকা কুমারী, নিশান্ত দেবরা সবাই চারের গেরোয় আটকে গিয়েছে। মোট পাঁচজন চতুর্থ স্থানে শেষ করেছে। তারমধ্যে দুটো শুটিংয়ে, দুটো ব্যাডমিন্টন এবং একটি তিরন্দাজিতে। একটুর জন্য হাতছাড়া হয়েছে একাধিক পদক। ব্যাডমিন্টনে, বক্সিং থেকে পদকের সম্ভাবনা শেষ। তবে সব আশা এখনই শেষ হয়ে যায়নি। এখনও রয়েছে পদকের সম্ভাবনা। মঙ্গলবার জোড়া রুপো জেতার সম্ভাবনা রয়েছে ভারতের। কোন কোন ইভেন্ট থেকে আজ পদক জিততে পারে ভারত? 

সবচেয়ে বেশি সম্ভাবনা হকি এবং জ্যাভলিন থেকে। মঙ্গলবার নীরজ চোপড়া যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবে। তবে পদক রাউন্ডে নামবে ভারতের হকি দল। কুস্তিতেও পদক জয়ের সম্ভাবনা রয়েছে। রাতে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল জিততে পারলেই রুপো নিশ্চিত ভারতীয় হকি দলের। একইসঙ্গে সোনার ম্যাচের জন্য যোগ্যতা অর্জন করে ফেলবে। কুস্তিতে নামবেন ভিনেশ ফোগাত। শেষ ষোলোর ম্যাচে নামবেন ভারতীয় কুস্তিগির। জাপানের ইউ সুসাকির বিরুদ্ধে নামবেন ভিনেশ। জিতলেই শেষ আটে। মঙ্গলবারই সেমিফাইনালে নামবেন ভারতীয় কুস্তিগির। তিনটে ম্যাচই জিতলে একটি রুপো আসতে পারে কুস্তি থেকে।