আজকাল ওয়েবডেস্ক: গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করল শেখ হাসিনার বিমান। সূত্রের খবর, কিছুক্ষণ ভারতে থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে বোনকে নিয়ে দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কোটা সংস্কারের দ্বিতীয় দফায় উত্তাল পড়শি দেশ। রবিবার সকাল থেকেই ঢাকা-সহ দেশের নানা জায়গায় জমায়েত শুরু করেন বিক্ষোভকারীরা। বেলায় বেলায় উত্তপ্ত হয় সেখানকার পরিস্থিতি।




এসবের মাঝেই দুপুরে দেশ ছাড়েন হাসিনা। সোমবার দুপুরে গণভবনের সামনে কাতারে কাতারে জমায়েত হয় বিক্ষোভকারীদের। দেশের সেনাপ্রধান অয়াকার উজ জামান সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন, অন্তর্বর্তীকালীন সরকার গড়া হবে দেশ চালানোর জন্য। দেশের সাধারণ মানুষকে সেনাবাহিনীর উপর আস্থা রাখার জন্য অনুরোধ করেন সেনা প্রধান। বলেন, ‘শান্তিশৃঙ্খলা বজায় রাখুন। আমার উপর আস্থা রাখুন। আমরা একসঙ্গে কাজ করি আসুন। দয়া করে মারামারিতে জড়িয়ে পড়বেন না’।