আজকাল ওয়েবডেস্ক: মেট্রোয় যাচ্ছিলেন নিজেদের গন্তব্যে দিকে। সঙ্গে আরও অনেক সহযাত্রী। তবে আচমকাই বদলে গেল পরিস্থিতি। শান্তিপূর্ন সহাবস্থান বদলে গেল মারামারিতে। আর মেট্রোয় এই মারামারির ঘটনা এই মুহূর্তে ভাইরাল সমাজমধ্যমে।

যদিও আজকাল ডট ইন এই ভিডিও যাচাই করেনি। তবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মেট্রোর মধ্যে এক যাত্রী আচমকা তাঁর সহযাত্রীকে মারছেন জুতো দিয়ে। 'ঘর কী কলেশ' নামের কোনও একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলে এই ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা দিয়েছে, বাদানুবাদ চলছিল দুই যাত্রীর মধ্যে। কয়েক সেকেন্ড পর আচমকা এক যাত্রী, জুতো খুলে সহযাত্রীর মুখে মারেন। ওই সহযাত্রীও ঘুরে দু' বার আঘাত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য যাত্রীরা হস্তক্ষেপ করেন। বিবাদ থামানোর চেষ্টা করেন। ভিডিওতে ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, এই ঘটনা দিল্লি মেট্রোর। যদিও এই বিবাদের কারণ জানা যায়নি, তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপকহারে।  একজন আবার লিখেছেন, 'আজকাল দিল্লি মেট্রোয় এন্টারটেইমেন্ট হচ্ছে সবসময়।' অনেকেই ওই ভিডিওতে নিজেদের মতামত জানিয়েছেন। 

তবে প্রায় দু দশক ধরে দিল্লি মেট্রো পরিষেবা দিচ্ছে শহর জুড়ে। দেশের রাজধানীতে পরিবহনের অন্যতম মাধ্যম এটি। তবে এই প্রথম নয়, এর আগেও যাত্রীদের আচরণের কারণে বারবার শিরোনামে উঠে এসেছে দিল্লি মেট্রো।