আজকাল ওয়েবডেস্ক: লাদাখে বাড়ছে তাপমাত্রা। ফলে ধীরে ধীরে গলে যাচ্ছে বরফ। বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত আইএমডি। জানা গিয়েছে লাদাখ এবং তাঁর সংলগ্ন এলাকায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গলছে বরফ। ডিসেম্বর-জানুয়ারি মাসে এখানে শীতকাল থাকে। তখন তাপমাত্রা আরও কম থাকে। এই সময় তাপমাত্রা মাইনাস ২০ থেকে ২৫ ডিগ্রি থাকে। গরমের সময় তাপমাত্রা থাকে আর একটু বেশি।

লাদাখে জুলাই থেকে শুরু করে আগস্ট মাসে সর্বোচ্চ তাপমাত্রা থাকে। কার্গিলে সেখানে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকে। তবে চলতি বছরে লেহতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে কার্গিলে ৩৭ ডিগ্রি রয়েছে। এই তাপমাত্রা এখানে নতুন কিছু নয়। এই ৪৫ দিনে এই এলাকায় এই ধরণের তাপমাত্রা থাকে। শুধু তাই নয়, এই সময় এই এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়। এখানে জনবসতি খানিকটা কম থাকে। ফলে বৃষ্টির পরিমান বেশি হলেও তা নিয়ে চিন্তা করেনা এখানকার প্রশাসন।

সামনের কয়েক সপ্তাহেই এখানে বৃষ্টি হবে। এই বৃষ্টি এখন বাড়তি মাথাব্যথা প্রশাসনের কাছে। পর্যটক যারা এখানে আসেন তাঁদেরকে এই বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে হবে। এই বৃষ্টির ফলে কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। ফলে পর্যটকদের আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনই ভয় পাওয়ার কিছু নেই। তাপমাত্রা বাড়র ফলে লাদাখে পরিবর্তন হয়েছে সেটাই চিন্তার বিষয়। যে বরফ দিয়ে খাবার জল পাওয়া যায় তাপমাত্রা বাড়ার ফলে সেই বরফ এবার দ্রুত গলবে। চিন্তা সেখানেই।