নিজস্ব সংবাদদাতা: টলিউডের দুর্দিনে আবারও এল দুঃসংবাদ। কর্পোরেট চাকরিতে যোগ দিলেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য্য। তাহলে কি পরিচালনা থেকে সরে গেলেন তিনি? নিজেই এই কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন পরিচালক। এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে ইন্দ্রাশিস আচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি আগেও একটি বিশিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। পাশাপাশি ছবিও তৈরি করতাম। বহুদিন থেকেই চেষ্টা করছিলাম আবারও চাকরি করার। তাই এই সিদ্ধান্ত।"

'নীহারিকা' সাফল্যের পর, নতুন ছবি 'গুডবাই মাউন্টেন' আসছে, তবুও কেন এই সিদ্ধান্ত? পরিচালকের কথায়, "সিনেমা বানিয়ে রোজগারের ভাবনাটা খুব অনিশ্চিত। তাই বিকল্প পথ বেছে নিতেই হয়। এরপরেও কাজ করব নিশ্চই। তবে আপাতত নতুন শুরু নিয়েই ব্যস্ত।"

"টলিউডের বর্তমান পরিস্থিতি সত্যিই কঠিন। আমি পরিচালকদের সমর্থনে বরাবরই ছিলাম এখনও আছি।" বললেন ইন্দ্রাশিস।

প্রসঙ্গত, প্রথমবার প্রেমের ছবির পরিচালনা করেছেন ইন্দ্রাশিস আচার্য্য। কেরালায় ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে সেড়েছেন 'গুডবাই মাউন্টেন'-এর শুটিং। কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে তারপর বড়পর্দার জন্য মুক্তি পাবে ছবিটি।