আজকাল ওয়েবডেস্ক:‌ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ে এলেও অলিম্পিক হকিতে আর্জেন্টিনার কাছে আটকে গেল ভারত। 


প্রথম কোয়ার্টার তো বটেই, দ্বিতীয় কোয়ার্টারেও ভারত ভাল খেলতে পারেনি। একাধিক পেনাল্টি কর্ণার পেয়েও কাজে লাগাতে পারেনি। উল্টে হরমনপ্রীত সিং সবুজ কার্ড দেখে বাইরে যান। যদিও একেবারেই খুশি হতে পারেননি সিদ্ধান্তে। সেই পেনাল্টি কর্নার নষ্ট করেন সন্দীপ। আর্জেন্টিনাও প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্ণার পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারেও পরিস্থিতি বদলায়নি। টানা তিনটি পেনাল্টি কর্ণার পেলেও কাজে লাগাতে পারেনি ভারত। এর পরেই গোল করে আর্জেন্টিনা।


২৩ মিনিটের মাথায় গোল করেন লুকাস মার্তিনেস। ভারতীয় গোলকিপার শ্রীজেশের স্টিকে লেগে নিজের গোলেই বল ঢুকে যায়। এদিকে, গোলের পর আর্জেন্টিনা আক্রমণ আরও বাড়াতে শুরু করে। তৃতীয় কোয়ার্টারের সুখজিৎ সিংয়ের শট বাঁচিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার। ৩৭ মিনিটের মাথায় পেনাল্টি স্ট্রোক পায় আর্জেন্টিনা। কিন্তু গোল করতে পারেনি আর্জেন্টিনা। চতুর্থ কোয়ার্টারেও ভারত ভাল খেলতে পারেনি। শেষ দিকে একের পর এক পেনাল্টি কর্ণার পেয়েছে ভারত। তৃতীয় কর্ণার থেকে গোল করেন হরমনপ্রীত সিং।