আজকাল ওয়েবডেস্ক: অবশেষে শহরে পৌঁছলেন মোহনবাগানের সিনিয়র দলের নয়া কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা। সোমবার মোহনবাগান দিবস। 29 জুলাই থেকেই ক্লাবের মাঠে সিনিয়র দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি। রবিবার সকাল 8.15 নাগাদ কলকাতা পৌঁছন মলিনা।















কোচকে স্বাগত জানাতে ভোর থেকেই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। মলিনা গেট থেকে বেরোতেই মালা, পুষ্পস্তবক, উত্তরীয় দিয়ে তাঁকে স্বাগত জানান সমর্থকরা। শনিবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোজকে হারিয়েছে মোহনবাগান। দায়িত্বে ছিলেন সহকারী কোচ বাস্তব রায়। সবুজ মেরুনের পরের ম্যাচ 7 আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে।













তার আগে বেশ খানিকটা সময় রয়েছে। ততদিনে দলের বাকি ফুটবলাররাও চলে আসছেন। ফলে, কম্বিনেশন গুছিয়ে নিতে বেশ কিছুটা সময় রয়েছে মলিনার হাতে। দলের ভারতীয় স্কোয়াডকেও পরখ করে নিতে পারবেন তিনি। অন্যদিকে, রবিবারই কলকাতায় আসছেন জেমি ম্যাকলারেন। রাত 11টা নাগাদ কলকাতায় পৌছানোর কথা রয়েছে তাঁর।