আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে শুরু গম্ভীর জমানা। তিন ম্যাচের টি-২০ সিরিজে পাল্লেকেলেতে আজ প্রথম ম্যাচ। অগ্নিপরীক্ষা কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের। গোটা ক্রিকেট মহল সেটা দেখার অপেক্ষায় আছে। দায়িত্ব নিয়েই পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে শুরু করেছেন গুরু গম্ভীর। ধরেই নেওয়া যায়, তিন ফরম্যাটেই আগ্রাসী মনোভাব দেখাবেন। তাঁর জমানায় টি-২০ দলের দায়িত্বে সূর্যকুমার যাদব। টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি থাকলেও অধিনায়ক করা হয়নি হার্দিক পাণ্ডিয়াকে। কিন্তু গম্ভীর যুগের শুরুতেই তাঁকে নতুন দায়িত্বে দেখা যাচ্ছে।
প্রথম টি-২০ ম্যাচের আগে অভিনব ছবি দেখা গেল প্র্যাকটিসে। ভূমিকা বদলে গেল হার্দিকের। নেট প্র্যাকটিসে স্পিন বোলিং করতে দেখা যায় জুনিয়র পাণ্ডিয়াকে। কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের বোলিংকে অনুসরণ করে সমর্থকদের অবাক করে দেন হার্দিক। এখানেই শেষ নয়। সূর্যকেও বল হাতে দেখা যায়। পেস বোলারের ভূমিকায় দেখা যায় টি-২০ তে ভারতের নতুন নেতাকে। এর আগে কোনওদিন বল হাতে দেখা যায়নি স্কাইকে। কোচের দায়িত্ব নেওয়া মাত্রই চমক দেন গম্ভীর। অধিনায়কের দৌড়ে এগিয়ে থাকা হার্দিককে পেছনে ফেলে টি-২০ দলের অধিনায়ক করা হয় সূর্যকুমারকে। যা সবাইকে অবাক করেছে। নেতা হিসেবে তাঁর অভিজ্ঞতা কম থাকলেও সেটা গুরুত্ব দেওয়া হয়নি। নতুন নেতা এবং নতুন কোচের কম্বিনেশন হিট হয় কিনা সেটাই দেখার।
প্রথম টি-২০ ম্যাচের আগে অভিনব ছবি দেখা গেল প্র্যাকটিসে। ভূমিকা বদলে গেল হার্দিকের। নেট প্র্যাকটিসে স্পিন বোলিং করতে দেখা যায় জুনিয়র পাণ্ডিয়াকে। কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের বোলিংকে অনুসরণ করে সমর্থকদের অবাক করে দেন হার্দিক। এখানেই শেষ নয়। সূর্যকেও বল হাতে দেখা যায়। পেস বোলারের ভূমিকায় দেখা যায় টি-২০ তে ভারতের নতুন নেতাকে। এর আগে কোনওদিন বল হাতে দেখা যায়নি স্কাইকে। কোচের দায়িত্ব নেওয়া মাত্রই চমক দেন গম্ভীর। অধিনায়কের দৌড়ে এগিয়ে থাকা হার্দিককে পেছনে ফেলে টি-২০ দলের অধিনায়ক করা হয় সূর্যকুমারকে। যা সবাইকে অবাক করেছে। নেতা হিসেবে তাঁর অভিজ্ঞতা কম থাকলেও সেটা গুরুত্ব দেওয়া হয়নি। নতুন নেতা এবং নতুন কোচের কম্বিনেশন হিট হয় কিনা সেটাই দেখার।
