আজকাল ওয়েবডেস্ক : প্রতারণার নতুন ফাঁদ। নয়ডার এক মহিলা চিকিৎসক এবার ডিজিটাল অ্যারেস্ট। ৪৮ ঘন্টা ধরে ওই মহিলাকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখে দুষ্কৃতীরা। তাঁকে নানান ভাবে ভয় দেখায় প্রতারকরা।
পূজা গয়াল নামে ওই চিকিৎসক ফোন করে বলা হয় তার ফোনটি পর্ন ভিডিও তৈরী করতে ব্যবহার করা হয়েছে। নিজেকে টেলিফোন অফিসার হিসাবে পরিচয় দেয় ওই প্রতারক। এই সব শুনে ভয় পেয়ে যায় ওই চিকিৎসক। পরে প্রতারকরা তাঁর কাছ থেকে ৫৯ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিছুদিনের মধ্যে ওই চিকিৎসক জানতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে।
এরপর সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। পুলিশ তদন্তে নেমে জানিয়েছে যেখানে ওই টাকা গিয়েছে তাঁর হদিস তারা পেয়েছে। খুব দ্রুত অপরাধী ধরা পড়বে।
পূজা গয়াল নামে ওই চিকিৎসক ফোন করে বলা হয় তার ফোনটি পর্ন ভিডিও তৈরী করতে ব্যবহার করা হয়েছে। নিজেকে টেলিফোন অফিসার হিসাবে পরিচয় দেয় ওই প্রতারক। এই সব শুনে ভয় পেয়ে যায় ওই চিকিৎসক। পরে প্রতারকরা তাঁর কাছ থেকে ৫৯ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিছুদিনের মধ্যে ওই চিকিৎসক জানতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে।
এরপর সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। পুলিশ তদন্তে নেমে জানিয়েছে যেখানে ওই টাকা গিয়েছে তাঁর হদিস তারা পেয়েছে। খুব দ্রুত অপরাধী ধরা পড়বে।
