আজকাল ওয়েবডেস্ক: কুলতলির পর এবার চোপড়া। দুষ্কৃতীদের ধরতে গিয়ে আবারও আহত একাধিক পুলিশ কর্মী। হামলার ঘটনায় দুই পুলিশ কর্মী গুরুতর আহত।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ চোপড়ার আমতলা এলাকায় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযানে যান কয়েকজন পুলিশ কর্মী। অভিযানে ছিলেন এসআই, এএসআই, ২ কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার। দুষ্কৃতীদের ধরতে গ্রামে ঢুকতেই পুলিশের উপর হামলা চালায় কয়েকজন। দুইজনকে কোপানো হয়। এক কনস্টেবলকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পুলিশের গাড়ির চালককেও মারধর করে হামলাকারীরা।

পুলিশ সূত্রে খবর, এসআই পবিত্র কুণ্ডুর পেটে এবং এএসআই দেবাশিস দাসের হাতে ধারাল অস্ত্র দিয়ে কোপায় হামলাকারীরা। তাঁদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।