আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিতে স্বস্তি বজায় রইল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যদিও জুলাইয়েও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরেই স্বস্তির আবহাওয়া। বৃহস্পতিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য জারি রয়েছে সতর্কতা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গেছে। যা পূর্ব দিকে অর্থাৎ এই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলার দিকে ঝুঁকে রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি।
বৃহস্পতিবার, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও দিনভর বৃষ্টি হবে। পশ্চিমের দুই একটি জেলায় ভারি বৃষ্টি হতেও পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভারি বৃষ্টি হবে না। আগামী ৭২ ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। আবারও বাড়বে বৃষ্টির দাপট।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গেছে। যা পূর্ব দিকে অর্থাৎ এই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলার দিকে ঝুঁকে রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি।
বৃহস্পতিবার, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও দিনভর বৃষ্টি হবে। পশ্চিমের দুই একটি জেলায় ভারি বৃষ্টি হতেও পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভারি বৃষ্টি হবে না। আগামী ৭২ ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। আবারও বাড়বে বৃষ্টির দাপট।
