সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

'কল্কি'-কে আইনি নোটিস

'কল্কি ২৮৯৮ এডি' ছবিটি পুরাণের সঙ্গে ভবিষ্যৎকে মিশিয়ে অভিনব কায়দায় ছবির গল্পকে সাজিয়েছেন নাগ অশ্বিন। কিন্তু এখানেই ঘটল বিপত্তি। ছবি মুক্তির পর এল আইনি নোটিস। প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ অভিযোগ করেছেন যে, এই ছবিটি হিন্দু শাস্ত্রকে অপমান করেছে। ভগবান কল্কিকে যেভাবে দেখানো হয়েছে ছবিতে তা অবমাননাকর বলে অভিযোগ করেছেন তিনি। তাই এই ছবির নির্মাতা এবং অমিতাভ ও প্রভাসের কাছে পৌঁছেছে আইনি নোটিস।

জুটিতে প্রভাস-সজল

পরিচালক হানু রাঘবপুদি ভরপুর রোমান্টিক ছবির পরিকল্পনা করছেন। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। তাঁর বিপরীতে প্রথমবার দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী সজল আলিকে। সজল পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন। এই প্রথমবার দর্শকের জন্য চমক হয়ে বড়পর্দায় আসতে চলেছে প্রভাস-সজলের নতুন জুটি। 

ট্রোলিং নিয়ে বিস্ফোরক জাহ্নবী 

তারকা সন্তান বলে নেটিজেনদের ট্রোলের হাত থেকে ছাড় পাননি জাহ্নবী কাপুরও। সোশ্যাল মিডিয়ার ট্রোল কি প্রভাবিত করে তাঁকে? এই বিষয়ে মুম্বই সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, 
"নিজেকে এত গুরুত্ব দেওয়ারই দরকার নেই। সমাজমাধ্যমে এ সব চলতেই থাকবে। তারকা বা সাধারণ মানুষ সকলকেই নানা রকমের ট্রোলিং-এর শিকার হতে হয়। নিজেকে এত গুরুত্ব দেওয়ারই বা কী দরকার।"

প্রাক্তন ভিকিকে নিয়ে সরব হারলিন 

ভিকি কৌশলের প্রাক্তন প্রেমিকা হিসেবে আজও পরিচিত হন অভিনেত্রী হারলিন শেঠি। সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার পরিচয় আমি নিজে। এই পরিচয় তৈরির জন্য পরিশ্রম করি। অন্য কারওর পরিচয়ে বাঁচতে চাই না।"