আজকাল ওয়েবডেস্ক:‌ ২৬ জুলাই অলিম্পিকের উদ্বোধন। তবে ২৫ জুলাই থেকেই অলিম্পিকে ভারতের লড়াই শুরু হয়ে যাচ্ছে। ওই দিন থেকেই শুরু হয়ে যাবে তীরন্দাজি। এবার ভারত সর্বোচ্চ ২১ জনের দল পাঠিয়েছে তীরন্দাজিতে। টোকিওয় সেটা ছিল ১৫। 


প্রসঙ্গত ভারত এবার অলিম্পিকে ১১৭ জনের দল পাঠিয়েছে। সবচেয়ে বড় দল অ্যাথলেটিক্সে। রয়েছেন ২৯ জন প্রতিযোগি। তার পরেই রয়েছে তীরন্দাজির দল। বৃহস্পতিবারই তীর–ধনুক হাতে প্যারিসে নেমে পড়ছেন দীপিকা কুমারী, তরুণদীপ রাইরা। ভারতের এই দু’‌জনই সবার আগে নামছেন অলিম্পিকে। আর অ্যাথলেটিক্সে নীরজ চোপড়া নামবেন আগস্টে। জ্যাভলিনে টোকিওতে সোনা পেয়েছিলেন নীরজ। এবারও পদক জেতার ব্যাপারে ভারতের বড় ভরসা নীরজ। ৬ আগস্ট হবে কোয়ালিফায়ার রাউন্ড। আর আট আগস্ট ফাইনাল। আর ব্যাডমিন্টনের ইভেন্ট শুরু হবে ২৭ জুলাই থেকে। সেখানে ভারতের বড় ভরসা পিভি সিন্ধু। যিনি গত দুটো অলিম্পিকেই পদক জিতেছিলেন। 


টোকিও অলিম্পিকে রুপো জয়ী মিরাবাই চানু ৭ আগস্ট নামবেন ভারোত্তোলনে। টোকিওয় ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বরগোহাই নিজের ইভেন্টে নামবেন ২৭ জুলাই। আর হকি তো আছেই। প্যারিসে ১৬ টি খেলায় অংশ নেবে ভারত। তার মধ্যে রয়েছে তীরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, গলফ্‌, হকি, জুডো, রোয়িং, সেইলিং, শুটিং, সাঁতার, টেবিল টেনিস ও টেনিস।