নিজস্ব সংবাদদাতা: প্রবীণ অভিনেত্রী রত্না ঘোষালের একটি মন্তব্যকে কেন্দ্র করে প্রযোজক রানা সরকার জানিয়েছেন তাঁদের ছবির সঙ্গে যুক্ত থাকবেন না রত্না ঘোষাল। এই বিষয়ে রত্না ঘোষালের সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি রানা সরকারের কাছে যাইনি, আমার কাছে নিজেই এসেছিল। আমার কথার যেভাবে ভুল মানে করা হয়েছে, তাতে বলতে পারি রানা একজন গণ্ডমূর্খ, আমি কাউকে ভয় পাই না।"

'গুনগুন করে মহুয়া'- মহুয়া রায় চৌধুরীর এই বায়োপিকের সঙ্গে যুক্ত থাকবেন না রত্না ঘোষাল- সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর জানান প্রযোজক রানা সরকার। তার কারণ হিসেবে প্রযোজক জানিয়েছেন, প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীকে নিয়ে একটি ভিডিওতে ভুল বার্তা দিয়েছেন রত্না ঘোষাল। মহুয়া রায়চৌধুরীকে ছোট করা এই ছবির উদ্দেশ্য নয়। তাই রত্না ঘোষালকে এই ছবির সঙ্গে যুক্ত রাখা হচ্ছে না। প্রথমবার এই ছবি নিয়ে আজকাল ডট ইন-এর সঙ্গে কথা বলেছিলেন রত্না ঘোষাল। তিনি জানিয়েছিলেন, "মৌ আমার প্রাণের বন্ধু। তাই যখন এই ছবির কথা আমাকে বলা হয় আমি বলে দিয়েছিলাম ওঁকে নিয়ে কোনও খারাপ কথা বলা হলে আমি ছবির সঙ্গে যুক্ত থাকবো না। ওঁরা তাতে রাজি হয়েছে এই ছবির সঙ্গে আমি যুক্ত থাকবো।"

রত্না ঘোষালের আপত্তিকর ওই মন্তব্য নিয়ে রানা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "প্রযোজকরা একটু গণ্ডমূর্খ হয়, সেই কারণেই এতগুলো ছবি তৈরি হচ্ছে। আর রত্না ঘোষালকে নিয়ে বলতে গেলে একটাই কথা বলব, যে মানুষটি নিজে বলেন মহুয়া রায়চৌধুরীকে নিয়ে কোন খারাপ কথা বলা হলে সেই ছবির সঙ্গে তিনি যুক্ত থাকবেন না, সেখানে কী করে একটি ভিডিওতে তিনি এমন কিছু কথা বলে দিতে পারেন? এটা মহুয়া রায়চৌধুরীর জন্য অসম্মানজনক। দুই বন্ধুর মধ্যে নানা গোপন কথা হয়, সেটা কি প্রকাশ্যে আনা খুব প্রয়োজন? মহুয়া রায় চৌধুরীর ছেলে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁকে নিয়ে হঠাৎ এমন একটি মন্তব্য করে দিলেন যার কোনও সত্যতা যাচাই করার জায়গা নেই। ঠাট্টার বশে কেউ কীভাবে এমন কথা বলতে পারেন? সিনেমা তো আসলে একটা দলিল, যা আজীবন থেকে যাবে। তাই এই ছবির সঙ্গে রত্না ঘোষাল যুক্ত থাকছেন না এবং এই চরিত্রকেও ছবিতে দেখা যাবে কিনা তা এখনই বলতে পারছিনা।"

এক্ষেত্রে রত্না ঘোষালের মন্তব্য- "বাচ্চা ছেলেকে মদ খাওয়ানো এটা কোনও ব্যাপারই না, এটা সবাই করে। পুরো বিষয়টা মজা করে। ছেলেকে মদ খাওয়াতো আমি এইভাবে কথাটা বলিনি। আমিও মজা করে কখনও আমার পোষ্যকে বলতাম মদ খাওয়াব। রানা ওঁর জায়গায় থাকুক আমি আমার জায়গায় থাকবো। মৌকে আমি কতটা ভালবাসি আমিই জানি। আগেও বলেছি এখনও বলছি।"