জয়ন্ত আচার্য, ঢাকা: ২০২৪ সালে লোকসভা নির্বাচন ভারতে। একই বছর জাতীয় নির্বাচন বাংলাদেশে। দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল, জানুয়ারির প্রথম সপ্তাহেই হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। বুধবার জানা গেল, আগামী ৭ জানুয়ারি, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। একাদশ জাতীয় নির্বাচনের পর ২০১৯ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশের সংসদের প্রথম অধিবেশন বসে। ২০২৪ এর জানুয়ারির মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হত নিয়মমাফিক। ১৫ নম্ভেম্বর নির্বাচনের দিনক্ষণ নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এবার এই নির্বাচনী বিজ্ঞপ্তি সরাসরি সম্প্রচার করা হয়েছিল দেশবাসীর জন্য, অন্যবার এই বিজ্ঞপ্তি রেকর্ড করে জনগণের জন্য সম্প্রচার করা হত। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১কোটি ৯৬ লক্ষ ৯১ হাজার ৬৩৩।
