আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতেই মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি। জেলায় জেলায় হালকা বৃষ্টিতেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। যার জেরে স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ও আগামিকাল, মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মূলত মেঘলা আকাশ থাকবে। চলতি সপ্তাহে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শহরে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।

আজ ও আগামিকাল বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রে বাড়বে জলোচ্ছ্বাস। যার জন্য পর্যটক এবং মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে দুর্ভোগ অব্যাহত। ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। অন্যান্য জেলাতেও মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।