আজকাল ওয়েবডেস্ক: নাবালিকা অপহরণের চেষ্টার অভিযোগে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর। বুধবার সকালে জগৎবল্লভপুরের ঝোরো আইমাচকে এক নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে ধরা পড়ে এক যুবক। তাকে মারধরের পাশাপাশি তার বাইক ভাঙচুর করা হয়। পুলিশে খবর দিলে তারা এসে শেষপর্যন্ত ওই যুবককে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত যুবক বিহারের বাসিন্দা। ভাইফোঁটার দিন সকালে এলাকারই এক নাবালিকা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন বাইকে করে তাকে অপহরণের চেষ্টা করে। ওই নাবালিকা চেঁচিয়ে উঠলে আশেপাশের কয়েকজন লোক ছুটে আসে। পালিয়ে যায় ওই যুবক। কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর সে রাস্তা চিনতে না পেরে বাইক ফেলে হেঁটে আরেকটি রাস্তায় উঠে পড়ে। কিন্তু ইতিমধ্যেই ঘটনার কথা ওই গ্রামে ছড়িয়ে পড়ে। লোকমুখে ছড়িয়ে পড়ে লালজামা পরা এক যুবক অপহরণ করতে এসেছিল। ওই গ্রামেরই কিছু লোক তার পরনের জামা দেখে তাকে শনাক্ত করে ধরে ফেলে। তাকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। সেখানেই ব্যাপক মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও ঘটনা প্রসঙ্গে পুলিশের একটি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে সে একটি ঠিকানার কথা ওই নাবালিকাকে জিজ্ঞেস করেছিল। কিন্তু ভাষা বিভ্রাটে ওই নাবালিকা সেটা বুঝতে না পেরে চেঁচিয়ে ওঠে এবং তারপরেই এই ঘটনা ঘটে। অভিযুক্তর দাবি তদন্ত করে দেখছে পুলিশ।