আজকাল ওয়েবডেস্ক: নিট কাণ্ডে বাড়ল ধৃতের সংখ্যা। শনিবার নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও এক 'মাস্টারমাইন্ড'কে গ্রেপ্তার করল সিবিআই। এদিন গ্রেপ্তার করা হয়েছে প্রথম ও দ্বিতীয় বর্ষের দুই এমবিবিএস পড়ুয়াকেও। নিট কাণ্ডের ছ'টি মামলায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, ধৃত শশী কুমার পাসওয়ান জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির বি-টেক পড়ুয়া। নিট দুর্নীতি কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড তিনি। বাকি দু'জন হলেন কুমার মঙ্গলম বিষ্ণোই এবং দীপেন্দর কুমার। রাজস্থানের ভরতপুর মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া দীপেন্দর এবং দ্বিতীয় বর্ষের ছাত্র বিষ্ণোই। দু'জনেই নিটের প্রশ্নপত্র সমাধানকারী হিসেবে কাজ করেছেন।
ধৃত ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার যে প্রশ্নপত্র চুরি করেছিলেন, সেগুলো সমাধান করে নিট-ইউজি পরীক্ষার্থীদের মধ্যে বিলি করেছিলেন দীপেন্দর ও বিষ্ণোই। ৫ মে নিট-ইউজি পরীক্ষার দিন হাজারিবাগে ছিলেন দু'জনেই। সমাধানকারী হিসেবে দীপেন্দর ও বিষ্ণোইয়ের সঙ্গে আরও পাঁচজন ডাক্তারি পড়ুয়া যুক্ত ছিলেন। তাঁদের আগেই গ্রেপ্তার করেছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, ধৃত শশী কুমার পাসওয়ান জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির বি-টেক পড়ুয়া। নিট দুর্নীতি কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড তিনি। বাকি দু'জন হলেন কুমার মঙ্গলম বিষ্ণোই এবং দীপেন্দর কুমার। রাজস্থানের ভরতপুর মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া দীপেন্দর এবং দ্বিতীয় বর্ষের ছাত্র বিষ্ণোই। দু'জনেই নিটের প্রশ্নপত্র সমাধানকারী হিসেবে কাজ করেছেন।
ধৃত ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার যে প্রশ্নপত্র চুরি করেছিলেন, সেগুলো সমাধান করে নিট-ইউজি পরীক্ষার্থীদের মধ্যে বিলি করেছিলেন দীপেন্দর ও বিষ্ণোই। ৫ মে নিট-ইউজি পরীক্ষার দিন হাজারিবাগে ছিলেন দু'জনেই। সমাধানকারী হিসেবে দীপেন্দর ও বিষ্ণোইয়ের সঙ্গে আরও পাঁচজন ডাক্তারি পড়ুয়া যুক্ত ছিলেন। তাঁদের আগেই গ্রেপ্তার করেছে সিবিআই।
